Motion against division of West Bengal: ‘বঙ্গভঙ্গ নয়’, বিধানসভায় পাশ প্রস্তাব, শুভেন্দুর উলটো সুর খোদ BJP বিধায়কের গলায়

পশ্চিমবঙ্গ বিধানসভায় বঙ্গভঙ্গ বিরোধী প্রস্তাব পাশ হয়ে গেল। সেই প্রস্তাব উত্থাপন করেন শিক্ষা প্রতিমন্ত্রী তথা হেমতাবাদের তৃণমূল কংগ্রেস বিধায়ক সত্যজিৎ বর্মণ। যা ধ্বনিভোটের মাধ্যমে পাশ হয়ে গিয়েছে। তবে সেই প্রক্রিয়ায় অংশগ্রহণ করেনি বিজেপি। বিষয়টি নিয়ে পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিজেপির বিধায়ক শুভেন্দু অধিকারী অভিযোগ করেন, রাজনৈতিক কারণে বঙ্গভঙ্গ ইস্যুকে ব্যবহার করছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। পুরোটাই রাজনৈতিক ‘স্টান্ট’। বিজেপি মনে করে যে ‘এক পশ্চিমবঙ্গ, শ্রেষ্ঠ পশ্চিমবঙ্গ’।

সোমবার দুপুর তিনটেয় পশ্চিমবঙ্গ বিধানসভায় বঙ্গভঙ্গ বিরোধী প্রস্তাব উত্থাপন করেন হেমতাবাদের তৃণমূল বিধায়ক। তিনি দাবি করেন, কয়েকটি শক্তি পশ্চিমবঙ্গকে ভাগ করে দেওয়ার চেষ্টা করছে এবং পশ্চিবঙ্গের সংস্কৃতি ও ঐতিহ্য নষ্ট করে দেওয়ার চক্রান্ত করছে। একইসুরে মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, ‘এই বিধানসভায় জানাতে চাই যে আমরা আমাদের জীবন উৎসর্গ করে দেব। কিন্তু কখনও পশ্চিমবঙ্গের বিভাজন হতে দেব না।’

আরও পড়ুন: Bishnuprasad Sharma: ‘বাংলায় থাকতে চাই না’, সুর চড়ালেন বিজেপি বিধায়ক, দ্বিচারিতার খোঁচা কুণালের

যদিও পুরো বিষয়টিকে রাজনৈতিক স্টান্ট বলে কটাক্ষ করেছেন শুভেন্দু। তিনি দাবি করেন, পঞ্চায়েত ভোটের আগে রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে সেই প্রস্তাব উত্থাপন করেছেন তৃণমূল বিধায়ক। পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা বলেন, ‘এক পশ্চিমবঙ্গ, শ্রেষ্ঠ পশ্চিমবঙ্গ। এক ভারত, শ্রেষ্ঠ ভারতও করে দেখাব।’ 

শুভেন্দু আরও দাবি করেন, ‘রাজনৈতিক কর্মসূচি হিসেবে এই বিষয়টিকে ব্যবহার করা হচ্ছে। কয়েক মাসের মধ্যেই পঞ্চায়েত নির্বাচন হবে। তারপর আগামী বছর লোকসভা ভোট হবে। রাজ্য ভাগের দাবি কেউ তোলেননি। অথচ সেই বিষয়টি নিয়ে বিধানসভায় আলোচনায় হচ্ছে। কারণ এখন যে সব জ্বলন্ত ইস্যু আছে, সেখান থেকে মানুষের নজর ঘোরাতে হবে।’

আরও পড়ুন: Abhishek Banerjee: ‘‌বাংলা ভাগের রাজনীতি বরদাস্ত করা হবে না’‌, কোচবিহার থেকে অভিষেকের হুঙ্কার

তবে শুভেন্দুর কিছু উলটো সুর শোনা গিয়েছে কার্শিয়াঙের বিজেপি বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মার গলায়। তিনি বলেন, ‘বিজেপি বা তৃণমূল কংগ্রেসের অবস্থান জানতে চেয়ে রাজনৈতিক স্টান্ট করার পরিবর্তে উত্তরবঙ্গের এলাকায় গণভোট করা উচিত। যাতে এটা বোঝা যায় যে মানুষ কী চাইছেন।’

(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)