PNB FD Interest Rates Hiked: ৮.০৫% হারে সুদ! ফিক্সড ডিপোজিটে ইন্টারেস্ট রেট বাড়াল PNB, কত বেশি টাকা মিলবে?

কয়েকটি মেয়াদের ফিক্সড ডিপোজিটে (এফডি) সুদের হার বাড়াল পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি)। দু’কোটি টাকার নীচে ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে সেই সুদের হার প্রয়োজ্য হবে। ওই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে, আজ (সোমবার, ২০ ফেব্রুয়ারি) থেকে সেই নয়া সুদের হার কার্যকরী হতে চলেছে।

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিটের হার বৃদ্ধি

পাঁচ বেসিস পয়েন্ট থেকে ৩০ বেসিস পয়েন্টের মধ্যে ফিক্সড ডিপোজিটে (এফডি) সুদের হার বাড়িয়েছে পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক। রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে, ২৭১ দিন থেকে এক বছরের কম মেয়াদের এফডির ক্ষেত্রে সুদের হার ৩০ বেসিস পয়েন্ট বাড়িয়ে ৫.৮ শতাংশ করা হয়েছে। 

এক বছর থেকে ৬৬৫ দিনের মেয়াদের ফিক্সড ডিপোজিটে সুদের হার বেড়েছে পাঁচ বেসিস পয়েন্ট। অর্থাৎ এবার থেকে ওই মেয়াদের এফডিতে ৬.৮ শতাংশ হারে সুদ মিলবে। পিএনবি যে সুদের হার বাড়িয়েছে, তাতে এফডিতে ৩.৫ শতাংশ থেকে ৭.২৫ শতাংশ হারে সুদ পাবেন গ্রাহকরা।

আরও পড়ুন: FD Hike: ফিক্সড ডিপোজিটে সুদ বেড়েছে, পুরনো FD ভেঙে, নতুন করে করা কি ঠিক হবে?

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিটের হার

  • ৭ দিন থেকে ১৪ দিন: ৩.৫ শতাংশ।
  • ১৫ দিন থেকে ২৯ দিন: ৩.৫ শতাংশ।
  • ৩০ দিন থেকে ৪৫ দিন: ৩.৫ শতাংশ।
  • ৪৬ দিন থেকে ৯০ দিন: ৪.৫ শতাংশ।
  • ৯১ দিন থেকে ১৭৯ দিন: ৪.৫ শতাংশ।
  • ১৮০ দিন থেকে ২৭০ দিন: ৫.৫ শতাংশ।
  • ২৭১ দিন থেকে ১ বছরের কম: ৫.৮ শতাংশ।
  • ১ বছর: ৬.৮ শতাংশ।
  • ১ বছরের বেশি থেকে ৬৬৫ দিন: ৬.৮ শতাংশ।
  • ৬৬৬ দিন: ৭.২৫ শতাংশ।
  • ৬৬৭ দিন থেকে ২ বছর: ৬.৮ শতাংশ।
  • ২ বছরের বেশি থেকে ৩ বছর পর্যন্ত: ৭ শতাংশ।
  • ৩ বছরের বেশি থেকে ৫ বছর পর্যন্ত: ৬.৫ শতাংশ।
  • ৫ বছরের বেশি থেকে ১০ বছর পর্যন্ত: ৬.৫ শতাংশ।

প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিটে সুদের হার

সাতদিনের মেয়াদ থেকে ১০ বছরের মেয়াদের ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে প্রবীণ নাগরিকদের চার শতাংশ থেকে ৭.৭৫ শতাংশ হারে সুদ প্রদান করে পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক। 

আরও পড়ুন: SBI Hikes Fixed Deposit Interest Rate: চালু বিশেষ FD, স্থায়ী আমানতে সুদ বাড়াল SBI, মিলবে অবিশ্বাস্য হারে রিটার্ন

অতি প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিটে সুদের হার

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের তথ্য অনুযায়ী, অতি প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে (৮০ বছর বা তার ঊর্ধ্বে) বিভিন্ন মেয়াদের ফিক্সড ডিপোজিটে ৪.৩ শতাংশ থেকে ৮.০৫ শতাংশ হারে সুদ প্রদান করা হয়। সাতদিন থেকে ১০ বছর পর্যন্ত মেয়াদের ফিক্সড ডিপোজিট করতে পারেন অতি প্রবীণ নাগরিকরা।

(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)