Sourav Ganguly Touts India As Best Team On Spin-friendly Wickets

নয়াদিল্লি: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বর্ডার-গাওস্কর (Border-Gavaskar Trohpy) ট্রফির প্রথম দুই টেস্টেই জয় ছিনিয়ে নিয়েছে ভারত (Indian Cricket Team)। স্পিনসহায়ক পিচে অজি ব্যাটারদের একেবারে নাস্তানাবুদ করেছেন ভারতীয় স্পিন জুটি অশ্বিন-জাডেজা। নয়াদিল্লিতে অস্ট্রেলিয়াকে ছয় উইকেটে হারিয়ে সিরিজে ২-০ এগিয়ে গিয়েছে টিম ইন্ডিয়া। দুই ম্যাচ জিতে বর্ডার-গাওস্কর ট্রফি নিজেদের দখলেই রাখতেও সক্ষম হয়েছে ভারতীয় দল। 

ভারতই সেরা

অজিদের বিরুদ্ধে আড়াই দিনেই শেষ হয়েছে দুই টেস্টে। দ্বিতীয় টেস্টের পরেই তাই প্রাক্তন ভারতীয় অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) স্পষ্ট জানিয়ে দিচ্ছেন স্পিন সহায়ক পিচে এই মুহূর্তে কিন্তু রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারতীয় দলই সেরা। ভারতের দ্বিতীয় টেস্ট জয়ের পর সৌরভ নিজের সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন। সেখানে ভারতীয় প্রাক্তনী লেখেন, ‘ভারতকে দ্বিতীয় টেস্ট ম্যাচেও জিততে দেখে কিন্তু আমি বিন্দুমাত্র অবাক হইনি। ভারতীয় দলকে জয়ের অনেক শুভেচ্ছা। স্পিন সহায়ক পিচে ওরা (ভারতীয় দল) ম্যাচের যে কোনও সময়ে অন্য যে কোনও দলের থেকে বেশি ভাল ব্যাটিং এবং বোলিং করতে সক্ষম।’

 

সৌরাষ্ট্রকে অভিনন্দন

প্রসঙ্গত, রবিবার (১৯ ফেব্রুয়ারি) ভারতীয় দল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জয় পাওয়ার পাশাপাশি সৌরাষ্ট্রও ইডেন গার্ডেন্সে ৯ উইকেটে বাংলাকে দুরমুশ করে দ্বিতীয়বার রঞ্জি ট্রফি (Ranji Trophy) জিতে নিয়েছে। জয়দেব উনাদকাটের নেতৃত্বাধীন সৌরাষ্ট্রকে রঞ্জি জয়ের শুভেচ্ছা জানানোর পাশাপাশি বাংলাকে ফাইনালে পৌঁছনোর জন্যও সাধুবাদ জানান সৌরভ। তিনি সোশ্যাল মিডিয়ায় লেখেন, ‘সৌরাষ্ট্রকে রঞ্জি ট্রফি জয়ের অনেক অভিনন্দন। বাংলাকেও রানার্স আপ হওয়ার জন্য শুভেচ্ছা। তিন বছরের মধ্যে দুইবার ফাইনালে পৌঁছনোর কৃতিত্বটা কিন্তু একেবারেই কম নয়। শ্রীঘ্রই ট্রফিটাও আসবে।’

 

আরও পড়ুন: ”৫ মাস পর মাঠে ফেরাটা ওঁর কাছে চ্যালেঞ্জিং ছিল”, স্বামীর পারফরম্যান্সে মজে রিভাবা জাডেজা