Viral Video: লিখতে হবে চিঠি, জেনেই ফের একবার ChatGPT-র ঝোড়ো চমক! ভাইরাল ভিডিয়ো

কৃত্রিম বুদ্ধিমত্তা এখন দিন দিন উন্নততর পরিষেবা দিচ্ছে। মানুষের কাজের অনেকটাই তারা অনায়াসে করতে পারে। এমনকী বেশ নিখুঁতভাবেই পারে। গত বছরের শেষে ওপেন এআই (open AI) এমন একটি কৃত্রিম বুদ্ধিমত্তার পরিষেবা নিয়ে আসে। তারপর থেকেই নানাভাবে সেই পরিষেবা ব্যবহার করছেন সাধারণ নাগরিকরা। কিছু লিখে দিতে বললে অনায়াসে লিখে দেয় সে। কোনও বিষয়ে দুটো কথা লিখতে খুব বেশি সময়ও নেয় না এই বিশেষ প্রযুক্তি। এবারে সোশ্যাল মিডিয়ায় তারই একটি কেতার ভিডিয়ো ছড়িয়ে পড়ল। ইনস্টাগ্রামে পোস্ট করা ভিডিয়োতে দেখা যায়, ওপেন এআই-এর চ্যাটজিপিটি পরিষেবা ব্যবহার করছেন এক মহিলা। সেখানেই একটি চিঠি লিখে দেয় কৃত্রিম বুদ্ধিমত্তার প্রযুক্তি। কীভাবে কী বিষয়ে চিঠি লিখল সেটি? সে গল্পেই আসল মজা লুকিয়ে।

এদিন ইনস্টাগ্রামের ওই তরুণীটির কোনও গন্তব্যে যাওয়ার জন্য ফ্লাইট ধরার কথা ছিল। সেই মতো বিমানবন্দরে এসে পৌঁছান তিনি। কিন্তু পৌঁছানোর পর জানতে পারেন তার বিমান ছয় ঘন্টা দেরিতে ছাড়বে। ততক্ষণ লাউঞ্জেই অপেক্ষা করতে হবে তাকে। বিমানের পৌঁছাতে দেরি হবে সেই ব্যাপারে আগাম কিছু জানায়নি বিমান সংস্থা। সেই নিয়ে বেশ মেজাজ গরম হয়ে যায় তাঁর। ঠিক করেন, একটি চিঠি লিখে কড়া ভাষায় নিন্দা করবেন এই ঘটনার। নিজে হাত চালিয়ে আর লিখতে ইচ্ছে করছিল না তাঁর। তখনই ওপেন এআই-এর বিশেষ প্রযুক্তি চ্যাট জিপিটি-এর সাহায্য নেন তিনি। সেটিকে লিখে নির্দেশ দেন একটি চিঠি লেখার। বলেন ‘ভদ্র ভাষায় কিন্তু কড়াভাবে’ একটি চিঠি লিখে দিতে। এরপরেই তরুণীর বলা কথার ভিত্তিতে তরতরিয়ে চিঠি লিখে ফেলে ওই চ্যাটজিপিটি। তরুণীর অভিযোগের সমস্ত কথাগুলিই ছিল চিঠির মধ্যে। শুধু তাই নয়, ভবিষ্যতে আরও ভালো পরিষেবা পাওয়া যাবে এমন আশা রেখে শেষ হয় চিঠিটি।

চিঠির বয়ান দেখে কমেন্টে অনেকেই প্রশংসা করেন নেটিজেনরা। একজন লেখেন, চ্যাটজিপিটি দারুণ আবিষ্কার। আরেকজন বলেন, আপনি তো চ্যাটজিপিটি দারুণভাবে ব্যবহার করেছেন। অন্য একজন নেটিজেন রসিকতা করে লেখেন, আপনি চিঠি পাঠিয়েছেন, বিমান সংস্থাও তাদের চ্যাটজিপিটিকে বলেছে, এর উত্তর লিখে দিতে। তবে এই নিয়ে অনেকে আশঙ্কাও প্রকাশ করেছেন। এমন বিষয় বলে দিলেই যদি তরতরিয়ে চিঠি লিখে দেয়, তবে কদিন পর অনেকেরই কাজ থাকবে না আর।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup