সিবিআই হানার পর সূর্য উঠতেই ‘তাজমহল’-এ তালা, বেপাত্তা তৃণমূলের শাহজাহান

বাড়িতে সিবিআই তল্লাশির পর থেকে বেপাত্তা ভাঙড়ের তৃণমূল নেতা শাহজাহান মোল্লা। সোমবার সকাল থেকে খোঁজ পাওয়া যাচ্ছে না তাঁর। সিবিআই বা সাংবাদিকদের ফোন ধরছেন না তিনি। শাহজাহান মোল্লা কোথায় আছেন জানতে তৎপরতা শুরু করেছে সিবিআই।

রবিবার বিকেলে ভাঙড়ের চন্দনেশ্বর এলাকায় শাহজাহান মোল্লার বাড়িতে পৌঁছয় সিবিআইয়ের দল। সেখানে তখন ছিলেন না শাহজাহান মোল্লা। খবর পেয়ে প্রায় মিনিট চল্লিশ পরে সেখানে পৌঁছন তিনি। রবিবার রাতে বেশ কয়েকঘণ্টা শাহজাহান মোল্লার বাড়িতে তল্লাশি চালান সিবিআই আধিকারিকরা। শাহজাহান মোল্লাকে জিজ্ঞাসাবাদ করেন বলে সূত্রের খবর। এর পর বেরিয়ে যান তাঁরা।

সোমবার সকালে ফের শাহজাহান মোল্লার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন সিবিআই আধিকারিকরা। কিন্তু ফোন বেজে গেলেও কেউ ধরেননি। সাংবাদিকরা তৃণমূল নেতার কাছ থেকে তল্লাশি নিয়ে প্রতিক্রিয়া চেয়ে ফোন করলেও ফোন ধরেননি তিনি। সোমবার সকাল থেকে চন্দনেশ্বরে শাহজাহান মোল্লার বাড়িতে ঝুলছে মোটা তালা। বাড়িতে ডাকাডাকি করেও কারও সাড়া পাওয়া যায়নি।

সিবিআই সূত্রে খবর, নিয়োগ দুর্নীতিতে যুক্ত সন্দেহে ভাঙড় ১ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি তথা তৃণমূলের ব্লক সভাপতি শাহজাহান মোল্লার বাড়িতে হানা দিয়েছিলেন গোয়েন্দারা। তাঁর সঙ্গে SSCর উপদেষ্টা কমিটির প্রাক্তন সভাপতি শান্তিপ্রসাদ সিনহার যোগাযোগ ছিল। সিবিআই সূত্রে খবর, এলাকায় চাকরি দেওয়ার নাম করে বেশ কয়েকজনের কাছ থেকে টাকা তুলেথিলেন এই তৃণমূল নেতা।

রবিবার সিবিআই হানার খবর শুনে বাড়ি পৌঁছে সাংবাদিকদের কোনও প্রশ্নের উত্তর দেননি শাহজাহান। রাতারাতি তিনি কোথায় গায়েব হয়ে গেলেন তার খোঁজে নেমেছে সিবিআই।