২০২৪ সালে মুছে যাবে কংগ্রেস, মোদীর নাম নিয়ে ‘রসিকতার’ জবাব দিলেন অমিত শাহ

কংগ্রেসকে একেবারে অলআউট আক্রমণ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। প্রধানমন্ত্রীকে সম্প্রতি নরেন্দ্র গৌতম দাস বলে উল্লেখ করেছিলেন কংগ্রেস নেতৃত্ব। আর তারপরই নাগাল্যান্ডের সভা থেকে সুর চড়ালেন অমিত শাহ। তিনি বলেন, মানুষ এই অপমানের জবাব দেবে। মুছে যাবে কংগ্রেস। এবার নিশ্চিহ্ন হয়ে যাবে কংগ্রেস।

কংগ্রেস নেতা পবন খেরা। গত সপ্তাহে তাঁর মন্তব্য়ের একটি ক্লিপ ভাইরাল হয়েছিল। তিনি জানিয়েছিলেন, পার্লামেন্টের আলোচনা থেকে আপনি কেন পালিয়ে বেড়াচ্ছেন? আপনি জেপিসি সম্পর্কে কেন ভয় পাচ্ছেন? নরেন্দ্র গৌতম দাস, দামোদরদাসের জেপিসি নিয়ে এত সমস্যা কীসের? তবে দামোদরদাস ঠিকই আছেন।  তাঁর নাম দামোদরদাস. কিন্তু তাঁর কাজ গৌতম দাসের মতো।

পরে আবার তিনি জানিয়েছেন, বাস্তবিকই আমরা সংশয়ে রয়েছি যে তিনি দামোদরদাস নাকি গৌতম দাস। 

সেই মন্তব্যের পরিপ্রেক্ষিতে অমিত শাহ জানিয়েছেন, কংগ্রেসের মুখপাত্র প্রধানমন্ত্রী সম্পর্কে যে মন্তব্য করেছেন সেটা তার নয়। এই বক্তব্য রাহুল গান্ধীর মতো শোনাচ্ছে। ২০১৯ সালে রাহুল গান্ধী প্রধানমন্ত্রী সম্পর্কে কটূ কথা বলেছিলেন। আর তার ফলশ্রুতিতে কংগ্রেস বিরোধীর মর্যাদা হারিয়েছিল। 

এদিকে এই মন্তব্যের পরেই খেরার বিরুদ্ধে এফআইআর করা হয়েছে। লখনউতে বিজেপি নেতা মুকেশ শর্মা এই এফআইআর করেছেন।

তবে থেমে থাকেননি অমিত শাহ। তিনি বলেন, যবে থেকে রাহুল গান্ধী কংগ্রেস নেতা হিসাবে উঠে এসেছেন ততদিন ধরে দেশজুড়ে কংগ্রেস নেতাদের ততটাই অবনমন হয়েছে। মান যেন দিন দিন কমছে। 

অমিত শাহ এদিন জানিয়েছেন, ২০২৪ সালে কংগ্রসেকে খুঁজে পাওয়া যাবে না। বাইনোকুলার দিয়েও খুঁজে পাওয়া যাবে না কংগ্রেসকে। 

কংগ্রেসের বিরুদ্ধে একেবারে জোরালো আক্রমণ। রাহুল গান্ধীর বিরুদ্ধেও সুর চড়ান অমিত শাহ। তবে খোদ প্রধানমন্ত্রীকে নিশানা করে কংগ্রেসের মুখপাত্র যেভাবে কটূ মন্তব্য করেছেন তা নিয়েও প্রশ্ন উঠেছে। রাজনীতির ক্ষেত্রে এই ধরনের ব্যক্তিগত আক্রমণ কতটা স্বাস্থ্যকর তা নিয়েও প্রশ্ন উঠছে। খোদ প্রধানমন্ত্রীর নাম করে এভাবে আক্রমণ করা, রসিকতা করা কতটা যুক্তিযুক্ত তা নিয়েও বড় প্রশ্ন উঠেছে। এমনটাই মত রাজনৈতিক পর্যবেক্ষকদের।  

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup