6th pay commission: ডিএ-এর দাবিতে স্কুল-সহ সরকারি অফিসে ধর্মঘটের ডাক

ডিএ-র দাবিতে আন্দোলন ক্রমশ তীব্র হচ্ছে। দু’দিন ধরে কর্মবিরতির পর এবার ধর্মঘটের ডাক দিল সরকারি কর্মচারীদের যৌথ মঞ্চ। আগামী ৯ মার্চ রাজ্য জুড়ে স্কুল-সহ সমস্ত সরকারি অফিসে ধর্মঘটের ডাক দিল সরকারি কর্মীরা। এই ধর্মঘটে ছাড় দেওয়া হয়েছে হাসপাতাল-সহ বেশ কিছু জরুরী পরিষেবাকে।

মঙ্গলবারই শেষ হয়েছে সরকারি কর্মীদের দু’দিনের কর্মবিরতি আন্দোলন। এর এদিন বিকালে বৈঠকে বসে যৌথ মঞ্চ। আলাদা করে বৈঠকে বসা হয় কো-অর্ডিনেশন কমিটির পরিচালিত যৌথমঞ্চের সঙ্গে। সেই বৈঠকে এই ধর্মঘটের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত দু’দিন বিভিন্ন জায়গায় আন্দোলন ভাঙার জন্য চেষ্টা করা হয়েছে। এমনকি মহিলাদের উপর হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করেছেন আন্দোলকারীরা। এর প্রতিবাদে বুধবার সমস্ত সরকারি দফতরে ধিক্কার কর্মসূচি পালন করা হবে। টিফিনের সময় কর্মীরা কালো ব্যাচ পরে ধিক্কার দিবস পালন করবেন।

মঙ্গলবার রাতে একটি সাংবাদিক বৈঠকে আন্দোলনকারীরা জানিয়েছেন, মাধ্যমিক পরীক্ষার্থীদের কথা ভেবেই ৯ মার্চ ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। না হলে বুধবারই তাঁরা এই ধর্মঘট ডাকতেন।

এই ধর্মঘটের প্রেক্ষিতে তৃণমূল সাংসদ শান্তনু সেন বলেন,’বনধ, হরতাল করে পুরনো কালো দিনে ফিরে না গিয়ে, সকলের উচিত সমস্বরে কেন্দ্রের বিরুদ্ধে সরব হওয়া। সরকার স্পষ্ট জানিয়েছে, কেন্দ্র টাকাগুলো দিলেই সব পাওনা মিটিয়ে দেওয়া হবে।’