Alipore zoo: চিড়িয়াখানায়‌ এক টুকরো অরণ্য, সেখানেই গরম চায়ে চুমুক! শহরের নতুন উষ্ণ-বিলাস

শীতকাল মানেই অনেকের কাছে চিড়িয়াখানা। শীতের মরসুমে অন্তত একবার আলিপুরের সেই বিখ্যাত এলাকায় ঢুঁ না মারলেই নয়। আলিপুর চিড়িয়াখানাই এবার দর্শকদের জন্য নিয়ে এল ক্যাফে ও নার্সারির স্টল। শুধু পশুপাখি দেখতে যাওয়া নয়, এবার থেকে চিড়িয়াখানার ক্যাফেতে নিজের মতো সময় কাটানো যাবে। এছাড়াও নার্সারির স্টলে গেলেই দেখা মিলবে অজস্র ছোট ছোট গাছের। মন ভোলানো‌ সেই পরিবেশেও কাটানো যাবে অনেকটা সময়।

আলিপুর চিড়িয়াখানায় প্রথমবার এমন উদ্যোগের সামিল হল কলকাতা। ডব্লুবিএফডিসিএল ও ডব্লুবিজেডএ এর যৌথ উদ্যোগে স্কুপ (এসসিওওপি) রেস্তোরাঁর তত্ত্বাবধানে চলবে এই বিশেষ হেরিটেজ ক্যাফে। হেরিটেজ ক্যাফে ও ফরেস্ট নার্সারি স্টলের উদ্বোধন করবেন ভারপ্রাপ্ত বনদফতর মন্ত্রী। এছাড়াও ওই দিন অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ডব্লুবিএফডিসিএল-এর চেয়ারম্যান ও ম্যানেজিং ডাইরেক্টর। থাকছেন ডব্লুবিজেডএ-এর মেম্বার সেক্রেটারি। এছাড়াও উদ্বোধনের দিন উপস্থিত থাকবেন আরও একাধিক বিশিষ্ট ব্যক্তিরা। ডব্লুবিএফডিসিএল-এর উদ্যোগে পরিচালিত হবে ছোট ছোট গাছের নার্সারি। প্ল্যান্ট সেল সেন্টার নামে পরিচিত এই বিশেষ নার্সারি।

নার্সারির স্টলে গেলেই দেখা মিলবে অজস্র ছোট ছোট গাছের।

আলিপুর চিড়িয়াখানার অ্যাসিসট্যান্ট ডাইরেক্টর পার্থ দেবনাথ এদিন সংবাদমাধ্যমকে জানান, সোমবার থেকে জনসাধারণের জন্য খুলে যাবে এই ক্যাফে। ডব্লুবিএফডিসিএল ও ডব্লুবিজেডএ-এর যৌথ উদ্যোগে স্কুপ রেস্তোরাঁ চালাবে ওই ক্যাফে। একই দিনে নার্সারিটিরও উদ্বোধন হচ্ছে। ফলে পশুদের দেখার পাশাপাশি দুটো সুবিধা পাচ্ছেন সাধারণ দর্শকরা। ক্যাফেতে বসে অনেকটা সময় নিজের পছন্দ মতো সময় কাটাতে পারেন। এছাড়াও নার্সারি থেকে ছোট ছোট গাছ কিনেও দারুণ আনন্দ নিয়ে বাড়ি ফেরা যেতে পারে।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup