Amit Shah attacks Congress & Rahul: মোদীর নাম ভুলে তাঁর ‘বাবাকে অপমান’ কংগ্রেস নেতার, কড়া ভাষায় আক্রমণ অমিত শাহের

নরেন্দ্র মোদীর ‘নাম ভুলে’ তাঁকে এবং তাঁর বাবাকে অপমান! আর এরই জবাব দিলেন অমিত শাহ। গত সপ্তাহে এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অসম্মান করার অভিযোগ ওঠে কংগ্রেস মুখপাত্র পবন খেরার বিরুদ্ধে। এই আবহে এবার অমিত শাহ কংগ্রেসকে পালটা আক্রমণ শানিয়ে বললেন, ‘যে ভাষায় কংগ্রেস মুখপাত্র প্রধানমন্ত্রী মোদীকে কথা বলেছেন, সেটা তাঁর নয়ষ সেটা আদতে রাহুল গান্ধীর মনোভাবের সঙ্গে খাপ খেয়ে যায়। ২০১৯ সালেও রাহুল গান্ধী প্রধানমন্ত্রীকে নিয়ে কুকথা বলেছিলেন। এর জেরে কংগ্রেস হেরে যায়। শুধু তাই নয়, প্রধান বিরোধী দলের তকমাটাও হারিয়ে ফেলে।’ (আরও পড়ুন: ডিএ নিয়ে চরম অস্বস্তিতে শাসকদল, হকের দাবিতে গণপদত্যাগ তৃণমূলপন্থী শিক্ষকদের)

প্রসঙ্গত, সম্প্রতি প্রধানমন্ত্রীকে প্রধানমন্ত্রীকে সম্প্রতি নরেন্দ্র গৌতম দাস বলে উল্লেখ করেছিলেন কংগ্রেস নেতা পবন খেরা। এক ভাইরাল ভিডিয়োতে পবন খেরাকে বলতে শোনা যায়, ‘সংসদে বিতর্ক থেকে পালাচ্ছেন কেন? তিনি জেপিসিকে (যুগ্ম সংসদীয় কমিটি) ভয় পান কেন? এমনকি পিভি নরসিমা রাও এবং অটল বিহারী বাজপেয়ী তাঁদের প্রধানমন্ত্রিত্বে জেপিসি গঠন করেছিলেন। নরেন্দ্র ‘গৌতম দাস’, ‘দামোদরদাস’-এর জেপিসি-তে কী সমস্যা আছে? তাঁর নাম দামোদরদাস, তাই না। কিন্তু কাজ ‘গৌতম দাসের’ মতো।’ পরে অবশ্য পবন খেরা দাবি করেন, তিনি সত্যি সত্যি সেই মুহূর্তে ভুলে গিয়েছিলেন যে মোদীর নাম দামোদরদাস নাকি গৌতমদাস।

এদিকে পবন খেরাকে আক্রমণ করে বিজেপির আইটি সেলের প্রধান অমিল মালব্য টুইট করেন। তিনি লেখেন, ‘কংগ্রেস বারবার প্রধানমন্ত্রী মোদীকে নিশানা করেছে। কারণ তিনি অতি সাধারণ পরিবার থেকে উঠে এসেছেন। এবং এখন তারা তাঁর মৃত বাবাকেও রেহাই দেয়নি। যার রাজনীতির সাথে কোনও যোগ নেই… একজন স্বনির্ভর মানুষের প্রতি কংগ্রেসের এই গভীর ঘৃণা উচ্চাকাঙ্ক্ষী ভারতের মনোভাবের সঙ্গে মেল খায় না।’ এদিকে এই ইস্যুতে গতকাল নাগাল্যান্ডে এক জনসভা থেকে কংগ্রেসকে তোপ দাগেন অমিত শাহ। রাহুলকে টেনে এনে শাহ মন্তব্য করেন, ‘যবে থেকে রাহুল গান্ধী কংগ্রেস নেতা হিসাবে উঠে এসেছেন তবে থেকেই কংগ্রেসের অবনমন শুরু হয়েছে। মান যেন দিন দিন কমছে।’