David Warner | BGT 2023: গোদের ওপর পরপর বিষফোঁড়া… আশঙ্কাই সত্যি হল, ওয়ার্নার ফিরছেন অস্ট্রেলিয়া!

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চার ম্যাচের চলতি বর্ডার-গাভাসকর (Border Gavaskar Trophy) ট্রফিতে ভারত ২-০ এগিয়ে ট্রফি ধরে রেখেছে। নাগপুরে প্রথম ম্যাচে ভারত ইনিংস ও ১৩২ রানে জিতেছিল। দ্বিতীয় টেস্টে দেশের রাজধানীতেও জয়ধ্বজা উড়িয়েছে টিম ইন্ডিয়া। রোহিত শর্মা অ্যান্ড (Rohit Sharma) কোং দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে প্যাট কামিন্সদের (Pat Cummins) হারিয়েছে ৬ উইকেটে। অজিরা ব্যাক-টু-ব্যাক হারের ধাক্কা হজম করার মধ্যেই পরপর ধাক্কা দলে। এবার ভারত-অস্ট্রেলিয়া (IND vs AUS) টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন দলের তারকা ওপেনার ডেভিড ওয়ার্নার (David Warner)। চোটই হল কাল! ইন্দোর ও আহমেদাবাদ টেস্টে খেলা হচ্ছে না ওয়ার্নারের। তিনিও ধরছেন দেশে ফেরার বিমান। ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়ে দিয়েছে বিবৃতি দিয়ে।

কেন দেশে ফিরতে হচ্ছে ওয়ার্নারকে? দিল্লি টেস্ট থেকেই ছিটকে যান ওয়ার্নার। তাঁর জায়গায় ‘কনকাশন সাব’ হিসেবে ব্যাট করেন ম্যাট রেনশ। আসলে ব্যাট করার সময় মহম্মদ সিরাজের বাউন্সারে মাথায় আঘাত পেয়েছিলেন অস্ট্রেলিয়ার বাঁহাতি ওপেনার। তাঁর চোট এতটাই গুরুতর ছিল যে, পরে আর ফিল্ডিং করতে নামেননি তিনি। জানা যাচ্ছে ওয়ার্নারের হাড়ে চির ধরেছে। ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়েছে যে, দেশে ফিরে ওয়ার্নারের রিহ্যাব হবে। মনে করা হচ্ছে যে, ভারত-অস্ট্রেলিয়া আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজে তিনি হয়তো খেলবেন। অজি দলের হেড কোচ অ্যন্ড্রিউ ম্য়াকডোনাল্ড জানিয়েছেন যে, ওয়ার্নারের হাত ফুলে রয়েছে। তবে তাঁকে দলে ফেরানো নিয়ে কোনও দ্রুততায় নেই অজি ম্যানেজমেন্ট।

আরও পড়ুন: BGT 2023: হল কী অস্ট্রেলিয়ার! দেশে ফিরলেন কামিন্স-হ্যাজেলউড, বিমানে উঠছেন ওয়ার্নার সহ তিন

অস্ট্রেলিয়া দল যেন মিনি হাসপাতাল! অন্যদিকে অধিনায়ক কামিন্স ফিরে গিয়েছেন দেশে। পরিবারের কোনও সদস্য গুরুতর অসুস্থ হওয়ার জন্যই কামিন্স ফিরলেন দেশে। তবে তিনি ঠিক সময়ে ফিরে এসে ইন্দোর ও আহমেদাবাদে বাকি দুই টেস্ট খেলবেন। অন্যদিকে অজি তারকা পেসার জোশ হ্যাজেলউড চোট নিয়েই ভারতে এসেছিলেন। মনে করা হয়েছিল তৃতীয় ও চতুর্থ টেস্টে তিনি খেলবেন। কিন্তু না, আর খেলা হচ্ছে না তাঁর। মাঠে না নেমেই হ্যাজেলউড দেশে ফিরছেন। অ্যাস্টন আগার ও ম্যাট রেনশ দেশে ফেরার বিমান ধরতে পারেন বলেই খবর অজি মিডিয়ার। আগেই চোটের জন্য চলতি সিরিজ থেকে ছিটকে গিয়েছিলেন মিচেল স্টার্ক ও ক্যামেরুন গ্রিন।  

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)