Dowry Viral News: ‘লোভী বরের বড় গলা’, পণে পাওয়া আসবাব নাকি পুরনো, তাই বিয়েতে ‘না’ পাত্রের!

বিয়েতে পণ নেওয়া বেআইনি। তবে তাতে কী যায় আসে। পণের নামে ‘উপহার’ পেয়ে তা নিয়ে অসন্তোষ প্রকাশ পাত্রের। শেষ পর্যন্ত বিয়ের মণ্ডপে পা রাখলেনই না! ঘটনাটি ঘটেছে তেলাঙ্গানার রাজধানী হায়দরাবাদে। বিয়েতে মেয়ের বাড়ি থেকে ‘উপহারে’ আসবাব পাঠানো হয়েছিল পাত্রের বাড়িতে। তবে সেই আসবাব নাকি ছিল পুরনো। তাই অভিমানে অবশেষে বিয়ের মণ্ডপেই এলেন না বাসচালক পাত্র। এই নিয়ে পুলিশে অভিযোগ দায়ের করা হয়েছে। (আরও পড়ুন: ডিএ ইস্যুতে এবার সরকারকেই চাপে ফেললেন তৃণমূল নেতা, তুললেন বিস্ফোরক দাবি)

পুলিশের তরফে জানানো হয়েছে, এই বিয়ে হওয়ার কথা ছিল রবিবার। সেই মতো অনুষ্ঠানস্থলে সকালেই উপস্থিত হয়েছিল বরপক্ষ। তবে অবশেষে ‘অভিমানে’ মণ্ডপে আসেনি বর। পরে পাত্রীর বাবা পাত্রের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করেন। পাত্রীর বাবা অভিযোগ করেন, পাত্রপক্ষ সকাল থেকে তাঁদের পরিবারের সঙ্গে দুর্ব্যবহার করেন। তিনি অভিযোগ করেন, ‘পাত্রের বাবা চিৎকার করেন। পাত্রপ বাবা দাবি করেন, পণ হিসেবে তাঁরা আমাদের থেকে যে জিনিসগুলি চাওয়া হয়েছিল, তা নাকি দেওয়া হয়নি। আমরা নাকি যে আসবাবপত্র পাঠিয়েছি, তা সব পুরনো। ওরা বিয়ে দিতে রাজি হয়নি। আমি বিয়ের জন্য যাবতীয় ব্যবস্থা করেছিলাম এবং সমস্ত আত্মীয়-স্বজন এবং অতিথিদের আমন্ত্রণ জানিয়েছিলাম। কিন্তু বর বিয়ে করতে আসেনি।’

আরও পড়ুন: ‘সাধারণ কর্মীদের ৩%, মুখ্যমন্ত্রীর সচিবকে কেন্দ্রীয় হারে DA’, উঠল বৈষম্যর অভিযোগ

এদিকে অভিযোগ পেয়ে তদন্তে নামে পুলিশ। পুলিশের তরফে জানানো হয়, বরের পরিবার পণ হিসেবে অনেক আসবাবপত্র চেয়েছিল কিন্তু পাত্রীর পরিবার সেই দাবি মেটাতে পারেনি। কিছু আসবাব পাত্রীপক্ষ পাঠিয়েছিল। তবে সেগুলি পুরনো বলে দাবি করে পাত্রপক্ষ তা ফিরিয়ে দেয়। পরে বিয়ে করতে আসতেও রাজি হয়নি পাত্র। পরে পণ চাওয়ার অভিযোগে পাত্রের পরিবারের বিরুদ্ধে মামলা করা হয়।