Impossible To Beat India On Their Own Soil: Ramiz Raja After Hosts Reclaim Border-Gavaskar Trophy

করাচি: নিজেদের ঘরের মাঠে ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team) কতটা ভয়ঙ্কর তার আঁচ পেয়েছে অস্ট্রেলিয়া (Australia Cricket Team)। শ্রীলঙ্কা (Srilanka), নিউজিল্যান্ড (New Zeland), দক্ষিণ আফ্রিকা (South Africa) হোক বা অস্ট্রেলিয়া কোনও দলই পার পায়নি ভারতের (Indian Cricket Team) স্পিনের ছোবল থেকে বাঁচতে। বিশেষ করে উপমহাদেশের উইকেটে অশ্বিন, জাডেজা, অক্ষর এই ত্রয়ী যে কোনও ব্য়াটারের কাছে ত্রাস হয়ে উঠতে পারেন, তার আভাস মিলেছে গত ২টো টেস্ট। এবার সেই একই সুর শোনা গেল রামিজ রাজার মুখে। 

কী বলছেন রামিজ রাজা?

পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রাক্তন চেয়ারম্যান রামিজ রাজা বলেন, ”অক্ষর পটেলের ইনিংস টার্নিং পয়েন্ট। অশ্বিনের সঙ্গে গুরুত্বপূর্ণ সময়ে পার্টনারশিপ গড়েছে। সেই সময় অস্ট্রেলিয়া শিবির অনেকটাই এগিয়ে ছিল ম্যাচে। কিন্তু মানসিক লড়াইটাতেও পিছিয়ে গিয়েছিল অজিরা। ভারতকে চাপে ফেলার কাজটা করতেই পারেনি অজিরা।” নিজের ইউটিউব চ্যানেলে এসে প্রাক্তন এই পাক ক্রিকেটার আরও বলেন, ”ভারত যে ভাবে অস্ট্রেলিয়াকে হারিয়েছে, সে ভাবে অজিরা পার্থ বা ব্রিসবেনে উপমহাদেশের দলগুলিকে গুঁড়িয়ে দিত। এখন বিষয়টি উল্টে গিয়েছে। এটা পরিষ্কার যে, অস্ট্রেলিয়া ঠিক করে প্রস্তুত নয়, বিশেষ করে যখন ভারতে ভালো টেস্ট ক্রিকেট খেলার বিষয় আসে। ভারতে টিম ইন্ডিয়াকে হারানো অসম্ভব। স্পিনের বিপক্ষে অত্যন্ত সাধারণ পারফরম্যান্স করেছে অস্ট্রেলিয়া। এক সেশনেই ৯ উইকেট পড়ে গিয়েছে। জাদেজা দুর্দান্ত বোলিং করেছেন।”

ছিটকে গেলেন ওয়ার্নার

কনুইয়ের চোট, বর্ডার-গাওস্কর সিরিজের (Border Gavaskar Trophy) বাকি ২ টেস্ট থেকে ছিটকে গেলেন ওয়ার্নার (David Warner)। সিরিজের দ্বিতীয় টেস্টের কোটলায় অস্ট্রেলিয়ার হয়ে প্রথম ইনিংসে ব্য়াট করতে নেমে মহম্মদ সিরাজের (Mohammed Siraj) বলে কনুইয়ে চোট পেয়েছিলেন ওয়ার্নার। এরপর আর মাঠে ফিরতে পারেননি তিনি। দ্বিতীয় ইনিংসে ব্য়াট করতেও নামেননি তিনি। বাঁ হাতের কনুইয়ে আঘাত পান তিনি। এরপর হেলমেটেও বলের আঘাত পান। কনকাশন টেস্টের পর আর মাঠে ফেরেননি ওয়ার্নার। এবার সিরিজের বাকি ২ টেস্ট থেকেও ছিটকে গেলেন বাঁহাতি এই তারকা অজি ওপেনার। তাড়াতাড়ি দেশে ফিরে যাচ্ছেন তিনি। তবে ওয়ান ডে সিরিজে ফিরতে পারেন ওয়ার্নার, এমনই আভাস অজি শিবির সূত্রে। এর আগে জস হ্যাজেলউড ছিটকে গিয়েছেন গোটা সিরিজ থেকে। প্রথম ২ টেস্টেও খেলেননি তিনি।