Indian Tennis Icon Sania Mirza Ends Her Career With First Round Defeat At WTA Dubai Event

দুবাই: ডব্লিউটিএ দুবাই ইভেন্টে প্রথম রাউন্ডেই হার। আর তার সঙ্গে সঙ্গেই নিজের আন্তর্জাতিক টেনিস কেরিয়ারকে বিদায় জানালেন সানিয়া মির্জা। মহিলাদের ডবলসের প্রথম রাউন্ডে আমেরিকার ম্যাডিসন কি-কে নিয়ে নেমে সানিয়া হেরে গেলেন প্রথম রাউন্ডেই। ৪-৬, ০-৬ ব্যবধানে হেরে গেলেন সানিয়া। চোখের জলে কোর্ট ছাড়তে দেখা গেল ৩৬ বছরের ভারতীয় টেনিসের গ্ল্য়ামার কুইনকে।

 

 

উইম্বলডনের মঞ্চে ভারতের একমাত্র আশা ছিলেন। শেষ চারে পৌঁছনোর পর মনে হয়েছিল যে এবার হয়ত তিনি পারবেন। কিন্তু সেমিতেই দৌড় শেষ হল। মিক্সড ডাবলসে হেরে উইম্বলডন থেকে বিদায় নিলেন সানিয়া মির্জা (Sania Mirza)। ক্রোয়েশিয়ার মাতে পাভিচের সঙ্গে জুটি বেঁধে সানিয়া ৬-৪, ৫-৭, ৪-৬ গেমে হেরে গেলেন গত বারের চ্যাম্পিয়ন জুটি ব্রিটেনের নিল স্কুপস্কি ও আমেরিকার ডিসারি ক্রচিকের কাছে।

এগিয়ে থেকেও ম্যাচে হার সানিয়াদের

ম্যাচের প্রথম সেটে এগিয়ে গিয়েছিল ইন্দো-ক্রোট জুটি। দুর্দান্ত সার্ভ ও ফোরহ্যান্ডে সেই সেট নিজেদের ঝুলিতে পুরে নেন সানিয়া-মাতে। সেই সেট ৬-৪ ব্যবধানে জিতে যান সানিয়ারা। কিন্তু এরপরের ২ টো সেটে ৫-৭ ও তৃতীয় সেটে ৪-৬ গেমে হেরে যান ইন্দো-ক্রোট জুটি। এদিন খেলার আগে ব্যান্ডেজ লাগিয়ে কোর্টে নেমেছিলেন সানিয়া। খেলার মাঝেও কয়েকবার তাঁকে কোর্ট ছাড়তে দেখা যায়। তবে লড়াই করছিলেন। কিন্তু বাজিমাত করতে পারলেন না।

এটাই শেষ উইম্বলডন সানিয়ার

অস্ট্রেলিয়ান ওপেনে মহিলাদের ডাবলসের প্রথম রাউন্ডেই হেরে বিদায় নেওয়ার পর অবসরের কথা ঘোষণা করেছিলেন হায়দরাবাদের টেনিস আইকন। সানিয়া বলেছেন, ”এই মরসুমই আমার কেরিয়ারের শেষ বছর। এরপর আমি অবসর নেব। এই সিদ্ধান্ত নেওয়ার পিছনে অনেক কারণ রয়েছে। বিষয়টি এত সহজ নয় যে আমি আর খেলব না। আমার চোট সারাতে অনেক বেশি সময় লাগছে। আমার তিন বছরের ছেলেকে নিয়ে এত জায়গায় ঘুরে বেড়িয়ে ওকে ঝুঁকির মুখে ফেলে দিচ্ছি। সেটা আমাকে ভাবিয়ে তুলেছে। আমার শরীর আর আগের মতো চলছে না। আজ আমার হাঁটুতে যন্ত্রণা হচ্ছিল। আমি বলছি না সেই কারণেই আমরা হেরে গিয়েছি, তবে আমার বয়স বাড়ছে। ফলে চোট সারাতে সময় লাগছে। তাছাড়া আর সেভাবে মোটিভেশন পাচ্ছি না। আগের মতো প্রাণশক্তিও আর নেই। আমি বরাবরই বলে এসেছি, যতদিন খেলা উপভোগ করব, ততদিনই খেলে যাব। এখন মনে হচ্ছে আর সেভাবে খেলা উপভোগ করতে পারছি না।”