Jasprit Bumrah: এনসিএর ছাড়পত্র মেলেনি, বুমরা কি এখনও ফিট নন?

<p style="text-align: justify;"><strong>মুম্বই:</strong> গত বছর সেপ্টেম্বরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঘরের মাঠে টি-টোয়েন্টি সিরিজে (T20 Series) শেষবার মাঠে নেমেছিলেন। কিন্তু এরপর থেকেই তিনি চোটের জন্য মাঠের বাইরে। ন্যাশনাল ক্রিকেট অ্য়াকাডেমিতে (National Cricket Academy) রিহ্য়াবে ছিলেন তিনি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঘরের মাঠে প্রথম ২ টেস্টে খেলেননি। আশা করা হচ্ছিল যে পরের ২ টেস্টে দলে সুযোগ পাবেন বুমরা। কিন্তু সেখানেও নির্বাচকরা তাঁকে দলে নেয়নি। কারণ তিনি নাকি এখনও পুরোপুরি ফিট নন।&nbsp;</p>
<p style="text-align: justify;">সূত্রের খবর, বেঙ্গালুরুর ন্যাশনাল ক্রিকেট অ্য়াকাডেমির তরফে কোনও চূড়ান্ত ছাড়পত্র দেওয়া হয়নি। আগামী ৩১ মার্চ থেকে শুরু আইপিএল। তবে কি একবারে <a title="আইপিএল" href="https://bengali.abplive.com/topic/ipl-2022" data-type="interlinkingkeywords">আইপিএল</a>ে খেলতে দেখা যাবে মুম্বই ইন্ডিয়ান্সের এই তারকা পেসারকে। এখনও পর্যন্ত যদিও সে নিয়েও কোনও নিশ্চয়তা নেই। ন্যাশনাল ক্রিকেট অ্য়াকাডেমির তরফে গত ১০ দিনে বুমরার জন্য বেশ কয়েকটি প্রস্তুতি ম্য়াচের আয়োজন করা হয়েছিল। সেই ম্যাচগুলোতে দেখাও গিয়েছে বুমরাকে। কিন্তু এখনও পর্যন্ত কোনও ফিট সার্টিফিকেট দেওয়া হয়নি এনসিএর তরফে।</p>
<p>নিজেদের ঘরের মাঠে ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team) কতটা ভয়ঙ্কর তার আঁচ পেয়েছে অস্ট্রেলিয়া (Australia Cricket Team)। শ্রীলঙ্কা (Srilanka), নিউজিল্যান্ড (New Zeland), দক্ষিণ আফ্রিকা (South Africa) হোক বা অস্ট্রেলিয়া কোনও দলই পার পায়নি ভারতের (Indian Cricket Team) স্পিনের ছোবল থেকে বাঁচতে। বিশেষ করে উপমহাদেশের উইকেটে অশ্বিন, জাডেজা, অক্ষর এই ত্রয়ী যে কোনও ব্য়াটারের কাছে ত্রাস হয়ে উঠতে পারেন, তার আভাস মিলেছে গত ২টো টেস্ট। এবার সেই একই সুর শোনা গেল রামিজ রাজার মুখে।&nbsp;</p>
<p><strong>কী বলছেন রামিজ রাজা?</strong></p>
<p>পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রাক্তন চেয়ারম্যান রামিজ রাজা বলেন, ”অক্ষর পটেলের ইনিংস টার্নিং পয়েন্ট। অশ্বিনের সঙ্গে গুরুত্বপূর্ণ সময়ে পার্টনারশিপ গড়েছে। সেই সময় অস্ট্রেলিয়া শিবির অনেকটাই এগিয়ে ছিল ম্যাচে। কিন্তু মানসিক লড়াইটাতেও পিছিয়ে গিয়েছিল অজিরা। ভারতকে চাপে ফেলার কাজটা করতেই পারেনি অজিরা।” নিজের ইউটিউব চ্যানেলে এসে প্রাক্তন এই পাক ক্রিকেটার আরও বলেন, ”ভারত যে ভাবে অস্ট্রেলিয়াকে হারিয়েছে, সে ভাবে অজিরা পার্থ বা ব্রিসবেনে উপমহাদেশের দলগুলিকে গুঁড়িয়ে দিত। এখন বিষয়টি উল্টে গিয়েছে। এটা পরিষ্কার যে, অস্ট্রেলিয়া ঠিক করে প্রস্তুত নয়, বিশেষ করে যখন ভারতে ভালো টেস্ট ক্রিকেট খেলার বিষয় আসে। ভারতে টিম ইন্ডিয়াকে হারানো অসম্ভব। স্পিনের বিপক্ষে অত্যন্ত সাধারণ পারফরম্যান্স করেছে অস্ট্রেলিয়া। এক সেশনেই ৯ উইকেট পড়ে গিয়েছে। জাদেজা দুর্দান্ত বোলিং করেছেন।”</p>