কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম খুঁড়ে কেন মমতার সভা? কেন দেওয়া হল পচা বিরিয়ানি? শংকর

মুখ্যমন্ত্রীর সভায় যোগদানের আগে ছাত্রছাত্রীদের প্রশাসনের তরফে পচা বিরিয়ানি বিলির প্রতিবাদে বিক্ষোভ দেখাল বিজেপি। বুধবার শহরের বাঘাযতীন পার্কে জেলায় দলের ২ বিধায়ক শংকর ঘোষ ও আনন্দময় বর্মনের নেতৃত্বে বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা। বিজেপির বিক্ষোভকে কটাক্ষ করেছেন তৃণমূল নেতা তথা শিলিগুড়ির মেয়র গৌতম দেব।

এদিন বিক্ষোভে অংশগ্রহণ করে শংকরবাবু বলেন, ‘রাজ্যের শাসকদলের অবস্থা এখন এতটাই করুণ যে সাইকেল বিলি, সার্টিফিকেট বিলির নামে মুখ্যমন্ত্রীকে সরকারি মঞ্চ বেঁধে রাজনৈতিক ভাষণ দিতে হচ্ছে। কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে গর্ত করা হল। ঘাস নষ্ট করা হল। পাশাপাশি এটাকে বৈধতা দেওয়ার চেষ্টা করা হল। গৌতম দেবের হয়তো মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন করার ক্ষমতা নেই, কিন্তু তিনি অন্তত এটা বলতে পারতেন যে আমরা দ্রুত মাঠ ঠিক করে দেব।’

পালটা গৌতমবাবু বলেন, গরমে বিরিয়ানির কয়েকটা প্যাকেট নষ্ট হয়ে গিয়েছিল। আমরা সেগুলো বদলে দিয়েছি। বাড়ি থেকে খাবার আনলেও তো অনেক সময় নষ্ট হয়ে যায়। এই নিয়ে খুব নিম্নমানের রাজনীতি করছে বিজেপি।

মঙ্গলবার বিকেলে শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে এক প্রশাসনিক সভায় বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সভায় শিলিগুড়ির ১২টি স্কুলের প্রায় ১০০০ ছাত্র অংশগ্রহণ করে। সভা শুরুর আগে শিলিগুড়ি বয়েজ স্কুলে তাদের একজোট করে প্রশাসন। সেখানে তাদের মধ্যে বিরিয়ানির প্যাকেট বিলি করা হয়। অভিযোগ, অধিকাংশ প্যাকেটে বিরিয়ানি থেকে পচা গন্ধ বেরিয়ে গিয়েছিল। অভিযোগ পেয়ে বিরিয়ানি বিলি বন্ধ করে দেয় প্রশাসন। বিরিয়ানির মান যে খাওয়ার মতো ছিল বলে জানান স্কুলের শিক্ষকরাও।