গরম পড়তেই রাজ্যে জেলায় জেলায় শুরু হল বজ্রবিদ্যুৎসহ ঝড়-বৃষ্টি

ফাল্গুনের শুরুতেই রাজ্যে শুরু হয়ে গেল প্রাক কালবৈশাখীর ঝড়বৃষ্টি। বুধবার উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় ঝড়বৃষ্টি হয়েছে। তবে ঝড় বৃষ্টির তীব্রতা তেমন ছিল না।

বুধবার বিকেলে ডুয়ার্সের বেশ কয়েকটি জায়গায় দমকা হাওয়া ও সঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে। ঝড়বৃষ্টি হয়েছে, ওদলাবাড়ি, মালবাজার গয়েরকাটার মতো এলাকায়। দমকা হাওয়া বয়ে গিয়েছে আলিপুরদুয়ার শহরের ওপর দিয়ে।

আগামী কয়েক ঘণ্টায় ডুয়ার্স ও লাগোয়া এলাকায় আরও কিছু জায়গায় ঝড়বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস রয়েছে। সঙ্গে হতে পারে শিলাবৃষ্টিও। আগামী দিনে রাজ্যে আরও ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানাচ্ছেন আবহাওয়াবিদরা।

গত বছর রাজ্যবাসীকে হতাশ করেছে কালবৈশাখী। শুরু হয়েছে যেমন দেরিতে সংখ্যায় হয়েছেও তেমন কম। যার জেরে ব্যাপক দহন সহ্য করেছে গোটা রাজ্য। এবার শুরুটা আগাম হলেও এবার এপ্রিল – মে-র গরম থেকে সে স্বস্তি দিতে পারে কি না সেটাই দেখার।