বিমানবন্দর সড়কে পৃথক ঘটনায় ছুরিকাঘাতে আহত ২

রাজধানীর বিমানবন্দর সড়কের কাওলা এলাকায় পৃথক ঘটনায় মাদকাসক্ত বখাটেদের ছুরিকাঘাতে দুই ব্যক্তি আহত হয়েছেন। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে।

মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) রাত সোয়া ৭টা থেকে পৌনে ৮টার মধ্যে ঘটনা দুটি ঘটে। দুটি ঘটনায় ভুক্তভোগী দুটি প্রাইভেটকারের দুই জন। আহতরা হচ্ছেন, প্রাইভেটকার আরোহী সিরাজ উদ্দিন ভুইয়া (৫০) ও অপর ঘটনায় প্রাইভেটকার চালক ইয়ার আলী (৫০)। 

বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক মিঞা বলেন, ঘটনাটি শুনেছি, আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে। সেখানে আমাদের একজন অফিসার পাঠিয়েছি।
 
তিনি বলেন, যতটুকু শুনেছি কাওলা এলাকায় কিছু মাদকাসক্ত টোকাইরা এ ঘটনাগুলো ঘটিয়েছে। তাদের গ্রেফতারের জন্য আমাদের টিম অলরেডি কাজ করছে।

আহত প্রাইভেটকার চালক ইয়ার আলী জানান, তিনি এসকিউ গ্রুপের সহকারী মার্কেটিং ম্যানেজার মো. সাবিদ আহামেদকে নিয়ে গাজীপুর থেকে বনানী যাচ্ছিলেন। তিনি ওই প্রতিষ্ঠানেরই গাড়িচালক। 

তিনি বলেন, ‘গাড়িটি যখন কাওলা এলাকায় জ্যামে পড়ে, ঠিক ওই সময়ে তিন থেকে চার জন যুবক গাড়িটিতে আঘাত করে। পরে আমি নেমে তাদের গাড়িতে আঘাত করার কারণ জিজ্ঞাসা করতে গেলে, তারা এলোপাতাড়িভাবে ধারালো কোনও অস্ত্র দিয়ে আঘাত করে দৌড়ে পালিয়ে যায়। এতে আমার হাতে-ঘাড়েসহ শরীরের বেশ কয়েকটি স্থানে রক্তাক্ত জখম হয়েছে।’

এর কিছুক্ষণ আগেই একই কায়দায় একইভাবে একই এলাকায় আরেক প্রাইভেটকারের আরোহী তাদের হামলার শিকার হয়েছেন।

আহত দুই জনকে পৃথকভাবে প্রথমে স্থানীয় কুর্মিটোলা হাসপাতাল নেওয়া হয়। পরে সেখান থেকে রাত সাড়ে ৯টা থেকে ১০টায় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, আহত দুই জনের মধ্যে সিরাজ উদ্দিন ভুইয়াকে প্রাথমিক চিকিৎসা দিয়ে হৃদরোগ হাসপাতালের উদ্দেশ্য নিয়ে যাওয়া হয়েছে। ইয়ার আলী চিকিৎসাধীন রয়েছেন।