Bomb Recovered: পঞ্চায়েত নির্বাচনের আগে আবার উদ্ধার ব্যাগ–ভর্তি বোমা ভাঙড়ে, আসছে বম্ব স্কোয়াড

পঞ্চায়েত নির্বাচনের প্রাক্কালে আবার ভাঙড়ে বস্তাভর্তি বোমা উদ্ধার করল পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে কাশীপুর থানার পুলিশ মঙ্গলবার বেশি রাতে অভিযান চালায়। ভাঙড়–২ নম্বর ব্লকের বানিয়াড়া এলাকায় একটি কলাবাগানের মধ্যে এক বস্তা বোমা রাখা ছিল। খবর দেওয়া হয়েছে বম্ব ডিসপোজাল স্কোয়াডে। কে বা কারা বোমা মজুত করেছিল সেটার সন্ধান চালাচ্ছে কাশীপুর থানার পুলিশ। ওই রাতে বানিয়ারা খালপাড়ে হানা দেয় পুলিশ কর্মীরা। পুলিশের গাড়ি দেখে কয়েকজন সেখান থেকে পালিয়ে যায় বলে খবর। রাতের অন্ধকারে তাদের ধরতে পারেনি পুলিশ। তবে বানিয়ারা খালপাড় থেকে বস্তা ভর্তি বোমা উদ্ধার করা হয়।

ঠিক কী ঘটেছে ভাঙড়ে?‌ স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার মাঝরাতে বস্তা ভর্তি বোমা উদ্ধার করে পুলিশ। বারবার এই বোমা–বন্দুক উদ্ধার হওয়ায় এলাকায় আতঙ্কের বাতাবরণ তৈরি হয়েছে। পঞ্চায়েত নির্বাচন যত এগিয়ে আসছে ততই এই বোমা বেশি করে উদ্ধার হচ্ছে। এখানে কিছু দুষ্কৃতী বোমা মজুত করছিল। পুলিশ দেখতে পেয়েই তারা পালিয়ে গিয়েছে। আজ, বুধবার বম্ব স্কোয়াডের টিম এসে এই বোমা গুলি নিষ্ক্রিয় করবে বলে পুলিশ সূত্রে খবর।

আর কী জানা যাচ্ছে?‌ সূত্রের খবর, বানিয়ারা খালপাড়ে মাঝরাতে কয়েকজন উপস্থিত হয়। তারাই এই বোমা মজুত করছিল। তাই বস্তায় করে সেগুলি লুকিয়ে রাখা হচ্ছিল। এই কাজ যে এখানে করা হচ্ছে সেটা পুলিশের কাছে গোপন সূত্রে পৌঁছে যায়। তারপর সেখানে পুলিশবাহিনী হাজির হয়। তখন সেটা দেখতে পেয়ে ঘন অন্ধকারে গাছের আড়াল দিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। যাদের এখনও ধরতে পারেনি পুলিশ। তবে ব্যাগ ভর্তি বোমা নিরাপদে রাখা হয়েছে।

উল্লেখ্য, কিছুদিন আগে তৃণমূল কংগ্রেস নেতা আরাবুল ইসলামের বাড়ির অদূরে বোমা উদ্ধার হয়েছিল। ভাঙড়ে এই বোমা উদ্ধারের ঘটনায় গ্রেফতার হয়েছিল তিনজন। ধৃত তিনজনই তাঁদের দলের কর্মী বলে দাবি করেছিল আইএসএফ। আর ধৃতদের কাছ থেকে মেলে আগ্নেয়াস্ত্রও। এবার ভাঙড়ের খালপাড় থেকে বড় পরিমাণে বোমা উদ্ধার হয়েছে। যা নিয়ে কপালে ভাঁজ পড়েছে পুলিশের। তবে এক বস্তায় কতগুলি বোমা রয়েছে তা গোনা হয়নি। বম্ব স্কোয়াড এসে বোমা নিষ্ক্রিয় করার পর তা গোনা হবে।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup