টাকা ঢুকেছে গোপালের স্ত্রী হৈমন্তীর অ্যাকাউন্টেও, খুল্লামখুল্লা বলে দিলেন কুন্তল

নিয়োগ দুর্নীতি কেলেঙ্কারিতে মঙ্গলবারই প্রকাশ্যে এসেছিল গোপাল দলপতির স্ত্রীর নাম। এবার কুন্তল ঘোষের প্রকাশ্যে বলে দিলেন হৈমন্তী গঙ্গোপাধ্যায়ের নাম। বৃহস্পতিবার আদালত থেকে প্রেসিডেন্সি জেলে নিয়ে যাওয়ার সময় একথা বলেন কুন্তল। নিয়োগ দুর্নীতিতে গোপাল দলপতি ওরফে আরমান গঙ্গোপাধ্যায়ের নামও প্রথমবার জানিয়েছিলেন কুন্তলই।

এদিন কুন্তল বলেন, তদন্ত ঘোরানোর জন্য কোনও কথা বলে লাভ নেই। যে টাকা আছে, যা টাকা রেখেছে, গোপাল দলপতি ও হৈমন্তী গঙ্গোপাধ্যায়। তখন সাংবাদিকরা জানতে চান, কে এই হৈমন্তী গঙ্গোপাধ্যায়? জবাবে কুন্তল বলেন, গোপাল দলপতির স্ত্রী।

গত মঙ্গলবার গোপাল ও কুন্তলকে মুখোমুখি বসিয়ে দীর্ঘ জেরা করেন সিবিআইয়ের গোয়েন্দারা। তাতে কুন্তল জানান উত্তরবঙ্গের এক প্রভাবশালী রাজনৈতিক নেতার পিএ-র একাউন্ট থেকে গোপালের স্ত্রীর অ্যাকাউন্টে ৩৯ লক্ষ টাকা ট্রান্সফার হয়েছে। সব মিলিয়ে গোপালের স্ত্রীর অ্যাকাউন্টে ৬১ লক্ষ টাকা ঢুকেছে। তার পর থেকেই বেপাত্ত গোপাল। বুধবারও সিবিআই দফতরে আসেননি তিনি। বৃহস্পতিবারও তাঁর দেখা মেলেনি।

তবে প্রতারণার কাজে গোপাল দলপতি ও তাঁর স্ত্রী পুরনো খিলাড়ি। জি নেট চিটফান্ড কেলেঙ্কারিতে গ্রেফতারির হাত থেকে বাঁচতে পালানোর সময় দমদম বিমানবন্দরে তাঁকে ও তাঁর স্ত্রীকে ধরেছিল সিবিআই। জেল থেকে ছাড়া পেয়ে প্রতারণার নতুন ছক কষতে শুরু করে গোপাল। বদলে ফেলে নিজের নাম। গোপাল দলপতি থেকে হয় আরমান গঙ্গোপাধ্যায়। নাম বদল করেন গোপালের স্ত্রীও।

অনেকের মতে, গ্রেফতারি নিশ্চিত জেনে সিবিআইয়ের হাজিরা এড়াচ্ছেন গোপাল। তবে গত ২ দিনে গোপালের কোনও সন্ধান পাননি সাংবাদিকরাও।