প্রথম বিশ্ববিদ্যালয় হিসেবে ইউল্যাবে পড়ানো হবে নৃ-গোষ্ঠীদের ভাষা

দেশের প্রথম বিশ্ববিদ্যালয় হিসেবে ইউনিভার্সিটি অব লিবারেল আর্ট বাংলাদেশে (ইউল্যাব)পড়ানো হবে নৃ-গোষ্ঠীদের ভাষা। বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে মোহাম্মদপুরে অবস্থিত ইউল্যাবের স্থায়ী ক্যাম্পাসে বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীন বরণ উপলক্ষে ‘প্রথম আগমনীর গান’ শীর্ষক বাংলা ও সাহিত্য বিভাগের উদ্বোধন অনুষ্ঠানে বিভাগের উপদেষ্টা অধ্যাপক শামীম রেজা এ কথা জানান। 

অনুষ্ঠানে অধ্যাপক শামীম রেজা উল্লেখ করেন, আমাদের মাতৃভাষা বাংলা ছাড়াও ৪৪টি নৃ-গোষ্ঠী ভাষা ও সাহিত্য আছে, নৃ-গোষ্ঠী এসব ভাষা-সাহিত্য নিয়েও  ১০০ নম্বরের কোর্স থাকছে আমাদের। এটাই প্রথম বিশ্ববিদ্যালয়, যেখানে নৃ-গোষ্ঠীদের ভাষা পড়ানো হবে।’

এসময় তিনি ইউল্যাবের প্রতিষ্ঠাতা কাজী শাহেদ আহমেদের প্রসঙ্গ তুলে বলেন, ‘কাজী শাহেদ আহমেদ প্রথম মুক্তিযুদ্ধের চেতনার শক্তি হিসেবে আজকের কাগজ পত্রিকা করেন। বাংলাদেশের সাংবাদিকতার পরিবর্তন ও অন্য ধরনের একটা পত্রিকা আনলেন, মুক্তচিন্তার একটা পত্রিকা।’

তিনি যোগ করেন, কাজী শাহেদ আহমেদ না থাকলে আমাদের এই বিশ্ববিদ্যালয়টি হতো না। আজ  ইউল্যাব দেশের অন্যতম সেরা বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগ চালু করে আমরা গর্বিত।’

অনুষ্ঠানে বাংলা একাডেমির সভাপতি কথাসাহিত্যিক সেলিনা হোসেন, অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ, ইউল্যাব উপাচার্য অধ্যাপক ইমরান রহমান, বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের বিশেষ উপদেষ্টা অধ্যাপক ড. সামসাদ মর্তূজা, কলকাতার দে’জ পাবলিকেশন্সের পরিচালক শুভঙ্কর দে অপু, ভারতের কলকাতার কবি ও চলচ্চিত্র পরিচালক চন্দ্রিল ভট্টাচার্য বক্তব্য রাখেন।

ছবি: সাজ্জাদ হোসেন

আরও পড়ুন: 

আমরা শিক্ষা লাভ করতে আসি না, টাকা উদযাপন করতে আসি:চন্দ্রিল ভট্টাচার্য