মাগো ফেঁসে গেলাম! শিবরাত্রিতে গ্রামের বাড়িতে গিয়ে আফসোস গোপাল দলপতির: Report

নিয়োগ কেলেঙ্কারিতে সামনে আসছে একের পর এক নাম। এদিকে কেলেঙ্কারিতে ধৃত যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষ বার বার সামনে আনছেন গোপাল দলপতির নাম। বৃহস্পতিবার আবার গোপাল দলপতি ও তার স্ত্রী হৈমন্তী গঙ্গোপাধ্যায়ের নাম সামনে আনেন কুন্তল। এদিকে সূত্রের খবর, সেই গোপাল দলপতির নাকি খোঁজ পাওয়া যাচ্ছে না। তার ফোন সুইডচ অফ। তবে সূত্রের খবর, গোপাল নাকি শিবরাত্রির দিন তার গ্রামের বাড়িতে পূর্ব মেদিনীপুরে গিয়েছিলেন। সেখানকার ভগবানপুর ২ ব্লকের গড়বাড়ি ২ গ্রাম পঞ্চায়েতের খিরিশবাড়ি গ্রামে গোপাল দলপতির বাড়ি। তবে গোপাল অবশ্য় বেশিরভাগ সময় দমদমেই থাকেন। সেই দলপতি এখন কোথায় সেটা এখন বড় প্রশ্ন।

প্রায় তিন দশক গ্রামের বাড়িতে থাকেন না গোপাল দলপতি। তবে এই সব অভিযোগ, পালটা অভিযোগের মধ্য়েই  তিনি  নাকি গ্রামের বাড়িতে গিয়েছিলেন। গ্রামের বাড়িতে গিয়ে তিনি মায়ের সঙ্গে দেখাও করেছিলেন। ওই বাড়িতে তাঁর মা থাকেন। পরিবারের অন্য়ান্য়রা পাশাপাশি থাকেন। তবে ওই বাড়িতেই একলা থাকেন গোপাল দলপতির মা।

এদিকে গোপাল দলপতির মা সংবাদ মাধ্যমের সামনে জানিয়েছেন, মা আমি ফেঁসে গিয়েছি। তাপস মণ্ডল ও কুন্তল ঘোষ আমাকে ফাঁসানোর চেষ্টা করছে। আমি কোনও টাকা নিইনি। এমনটাই নাকি তিনি তার মাকে জানিয়েছেন বলে খবর। 

তবে গোপাল দলপতির মা লক্ষ্মী দলপতি সংবাদ মাধ্য়মের সামনে জানিয়েছেন, ছেলের কাছে পয়সা নেই। সেকারণে বাড়ি সারানো যাচ্ছে না। যা টাকা সব ওই কুন্তল ও তাপসেরই। এমনটাই নাকি ছেলে গোপাল তার মায়ের কাছে দাবি করেছেন।

তবে এখানেই শেষ নয়, একজন নাকি একটি খাম গোপালের মায়ের হাতে দিয়ে গিয়েছিলেন। সেই খামটি নিয়ে গোপাল গ্রাম ছাড়েন। বড্ড তাড়াহুড়ো ছিল। কীসের এত তাড়াহুড়ো সেটা নিয়েও নানা জল্পনা চলছে।

তবে বলা হচ্ছে মুম্বইয়ের নরিম্যান পয়েন্টে নাকি দলপতিদের অফিস রয়েছে। সেই অফিসের সঙ্গে যুক্ত ছিলেন হৈমন্তী। এমনটাও দাবি করা হচ্ছে। তবে কি নিয়োগ দুর্নীতির টাকা এভাবেই ছড়িয়ে পড়েছিল ভিনরাজ্য়েও? তবে তার থেকেও বড় প্রশ্ন গোপাল এখন কোথায়? সিবিআই ডাকলে কি সাড়া দেবে গোপাল দলপতি? 

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup