Cant feel unluckier than this, says Harmanpreet Kaur

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: একেবারে কমনওয়েলথ গেমস ফাইনালের (Commonwealth Games) রিমেক। সেই ফাইনালে অস্ট্রেলিয়ার (Australia Womens T20 Team) বিরুদ্ধে ১৬১ রান চেজ করতে গিয়ে একটা সময়, ভারতের (Indian Womens T20 Team) রান ৩ উইকেটে ১১৮। তবে শুধু হারাকিরি করে ১৫২ রানে অল আউট হওয়ার জন্য, ৯ রানে হেরেছিল হরমনপ্রীত কৌরের (Harmanpreet Kaur) দল। এবারও কেপটাউনের নিউল্যান্ডস স্টেডিয়ামের বাইশ গজে সেই ঘটনা আবার ফিরে এল। এবারও প্রথমে ব্যাট করে ৪ উইকেটে ১৭২ রান তুলে দেয় পাঁচবারের বিশ্বকাপ জয়ী দল। অবশ্য এমন হারের জন্য অনেকেই অধিনায়ক হরমনপ্রীতকেই দায়ী করছেন। তাঁদের মতে মোক্ষম সময় তিনি রান আউট না হলে, ম্যাচের রঙ বদলে যেত। আর তাই কান্না ঢাকতে সানগ্লাস পরে সবার সামনে এলেন তিনি। রান আউটের জন্য ক্ষমাও চাইলেন হতভাগ্য অধিনায়ক।  

ম্যাচের শেষে হরমন বলেন, “কেরিয়ারে অনেক ম্যাচ হেরেছি। কিন্তু এমন হতভাগ্যের মতো ম্যাচ হেরেছি বলে মনে পড়ছে না। আমি ও জেমি (পড়ুন জেমাইমা রড্রিগেজ) লড়াই করে ম্যাচে ফিরে এসেছিলাম। কিন্তু সেই জায়গা থেকে ম্যাচটা হেরে যাব, ভাবতেই পারছি না। আর যেভাবে রান আউট হলাম, তাতে নিজেকে হতভাগা ছাড়া আর কিই বা বলতে পারি।” 

আরও পড়ুন:  ICC Womens T20 World Cup 2023, INDW vs AUSW: কমনওয়েলথ গেমস ফাইনালের রিমেক! হারাকিরি করতে গিয়ে কাপ যুদ্ধ থেকে বিদায় নিল ভারত

আরও পড়ুন: Derby Tickets Controversy: ডার্বির টিকিট বন্টন নিয়ে অশান্তি চলছেই! লাল-হলুদের পর এবার চাপ বাড়াল মোহনবাগান-আইএফএ

অফস্টাম্পের লাইনে ফুল বল করেন জর্জিয়া ওয়ারহ্যাম। নীচু হয়ে শক্তি উজাড় করে দিয়ে ডিপের দিকে সুইপ মারেন হরমন। চাপের মধ্যে ডাইভ দিয়ে বল ধরেন বেথ মুনি। তিনি যখন বলটা ছোড়েন, তখন একেবারে হাসতে-হাসতে দু’রান পূরণ করছিলেন হরমন। কিন্তু ক্রিজে ঢোকার ঠিক আগের মুহূর্তে ব্যাট আটকে যায় ভারতীয় অধিনায়কের। যে বিষয়টি সম্ভবত বুঝতে পেরে স্টাম্প ভেঙে দেন অজি উইকেটকিপার অ্যালিসা হিলি। রিপ্লেতে দেখা যায়, ক্রিজে ব্যাট আটকে গিয়েছে হরমনের। দেহের কিছুটা অংশ ক্রিজের ভিতরে ঢুকে গেলেও ব্যাট বাইরে ছিল। তার জেরে রান আউট হয়ে যান হরমন ৩৪ বলে ৫২ রান। 

সেই আউটই ম্যাচের সব হিসেব বদলে দিল। সেটা মেনে নিলেন হরমন। তাই তিনি যোগ করেন, “হারলেও এই ম্যাচ থেকে আমরা অনেক শিক্ষা পেয়েছি। আমরা এই ম্যাচে চেজ করতেই চেয়েছিলাম। শেষ বল পর্যন্ত লড়াই করতে চেয়েছিলাম। সেটা করতে পেরেছি। তবে ম্যাচ হারের আক্ষেপ রয়েই যাবে। এই হার আমাদের অনেকটা কষ্ট দিয়েছে। আর কতটা কেঁদেছি, সেটা বলে বোঝাতে পারব না। আর তাই সানগ্লাস পরতে বাধ্য হলাম।” 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)