IND vs AUS: ভারতের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে অস্ট্রেলিয়া দলে ফিরলেন ম্যাক্সওয়েল, মার্শ

<p style="text-align: justify;"><strong>সিডনি:</strong> ভারতের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে অস্ট্রেলিয়া দলে ফিরলেন গ্লেন ম্যাক্সওয়েল ও মিচেল মার্শ। আগামী মাস থেকে শুরু ভারতের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ। তার আগেই সাদা বলের ফর্ম্যাটে দেশের সেরা তিন ক্রিকেটারকে ফিরিয়ে আনল অজি শিবির। ১৬ সদস্যের যে স্কোয়াড ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। তাতে ফিরেছেন গ্লেন ম্যাক্সওয়েল, মিচেল মার্শ ও জাই রিচার্ডসন। ম্যাক্সওয়েলের পা ভেঙে গিয়েছিল। এরপর শেফিল্ড শিল্ডের ম্যাচ খেলার সময় আঙুলেও চোট পান অজি অলরাউন্ডার। তবে তাঁকে ওয়ান ডে সিরিজে পাওয়ার বিষয়ে আশাবাদী অজি শিবির।&nbsp;</p>
<p style="text-align: justify;">মিচেল মার্শের গোড়ালিতে চোট ছিল ও রিচার্ডসনের হ্যামস্ট্রিংয়ের চোট ছিল। তবে ২ জনেই আপাতত সুস্থ। তাই তারাও দলের সঙ্গে যোগ দিচ্ছেন। প্যাট কামিন্সের নেতৃত্বেই ওয়ান ডে সিরিজে খেলতে নামবে অস্ট্রেলিয়া। তারকা ব্য়াটারদের মধ্যে স্টিভ স্মিথ, ওয়ার্নার ও লাবুশেনকেও দেখা যাবে সিরিজ।&nbsp;</p>
<p style="text-align: justify;">উল্লেখ্য, এই মুহূর্তে টেস্ট সিরিজে ২-০ ব্যবধানে পিছিয়ে রয়েছে অস্ট্রেলিয়া। চার ম্যাচের সিরিজের আগামী ২ ম্যাচ জিতলেও সিরিজ ভারতের দখলেই থাকবে। যেহেতু আগের বার বর্ডার গাওস্কর ট্রফি জিতেছিল টিম ইন্ডিয়া। তাই এবার সিরিজ ড্র করলেও তাঁরাই নিজেদের ঘরে রাখবে বর্ডার-গাওস্কর ট্রফি।&nbsp;</p>
<p>আড়াই দিনে শেষ হয়ে গিয়েছে বর্ডার-গাওস্কর ট্রফির প্রথম দুই টেস্টই। দ্বিতীয় টেস্টে রবীন্দ্র জাডেজার স্পিনের ভেল্কিতে ৪৮ রানে নয় উইকেট হারিয়ে ফেলে অজি দল (Australian Cricket Team)। সহজেই ছয় উইকেট হাতে রেখে ম্যাচ জিতে নিয়েছিল টিম ইন্ডিয়া। অজিদের স্পিন জুজু দূর করতে এবার সাহায্যের হাত বাড়িয়ে দিলেন প্রাক্তন অস্ট্রেলিয়ান তারকা ওপেনার ম্যাথু হেডেন (Matthew Hayden)।</p>
<p>সিরিজের দুই ম্যাচে এখনও পর্যন্ত সর্বাধিক ১৭টি উইকেট নিয়েছেন জাডেজা। তাঁর স্পিন জুড়িদার আর অশ্বিনও খুব একটা পিছিয়ে নেই। তিনি নিয়েছেন ১৪টি উইকেট। অক্ষর পটেলের ভাগ্যে জুটেছে একটি উইকেট অর্থাৎ চার ইনিংসে অজি দলের ৪০টি উইকেটের মধ্যে ৩২টি উইকেটই নিয়েছেন ভারতের তারকা স্পিনাররা। নয়াদিল্লিতে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে ছয়জন অজি ব্যাটার প্রায় একইভাবে স্যুইপ মারতে গিয়ে আউট হয়েছেন। দলের স্পিনের বিরুদ্ধে এহেন পরিস্থিতি দেখে অজি ব্যাটারদের সাহায্য করতে এগিয়ে এসেছেন হেডেন।</p>
<p>হেডেন বলেন, ‘দিন হোক বা রাত, আমি এবং আমার মনে হয় আমার মতো সকলেই (প্রাক্তনীরাই) সাহায্যের জন্য এগিয়ে আসতে সবসময় ইচ্ছুক হবেন। আমায় তো যখনই কোনও ধরনের সাহায্যের জন্য বলা হয়েছে, তা যখনই হোক না কেন, আমি সবসময়ই (সাহায্যের জন্য) এগিয়ে এসেছি।'</p>
<p style="text-align: justify;">&nbsp;</p>