IPL 2023 | SRH: সিংহের দেশে করেছেন প্রবল হুঙ্কার! প্রোটিয়া যোদ্ধাই হলেন ‘অরেঞ্জ আর্মি’র সেনাপতি

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সানরাইজার্স হায়দরবাদ (Sunrisers Hyderabad) বেছে নিল নতুন অধিনায়ক। বৃহস্পতির সকালে নিজামের শহরের ক্রিকেটীয় ফ্র্যাঞ্চাইজি, নিজেদের সোশ্যাল মিডিয়ায় বিবৃতি দিয়ে জানিয়ে দেয় যে, আসন্ন আইপিএলে (IPL 2023) দলের দায়িত্বে আসছেন দক্ষিণ আফ্রিকার (South Africa) তারকা ব্যাটার আইদেন মারক্রম (Aiden Markram)। সম্প্রতি দক্ষিণ আফ্রিকায় অভিষেক এসএ টোয়েন্টি (SA 20) লিগে মারক্রমের নেতৃত্বে চ্যাম্পিয়ন হয়েছে সানরাইজার্স ইস্টার্ন কেপ (Sunrisers Eastern Cape)। এই দল এসআরএইচ-এর (SRH) সিস্টার ফ্র্যাঞ্চাইজি। সিংহের দেশে প্রবল হুঙ্কারেই মারক্রম হলেন ‘অরেঞ্জ আর্মি’র নয়া সেনাপতি। ২৯ বছরের ক্রিকেটার পা গলালেন কেন উইলিয়ামসনের (Kane Williamson) জুতোয়। প্রাক্তন নিউজিল্যান্ডের অধিনায়ককে, সানরাইজার্স আইপিল নিলামের (IPL 2023 mega auction) আগেই ছেড়ে দিয়েছিল। কেনকে নিয়েছে গতবারের চ্যাম্পিয়ন ফ্র্যাঞ্চাইজি গুজরাত টাইটান্স (Gujarat Titans)।

এসএ টোয়েন্টি ফাইনালে প্রিটোরিয়া ক্যাপিটালসের বিরুদ্ধে নামার আগে মারক্রম বলেছিলেন,’সত্যি বলতে যাই হোক না কেন, আমরা ম্যানেজমেন্টের সিদ্ধান্তকেই সমর্থন করব, তারা যাকে চাইবে, সেই দায়িত্বে আসবে। ক্যাপ্টেন হওয়া মানেই সবের শুরু বা শেষ নয়। কোনও ফর্মে নেতৃত্ব দেওয়া আমার জন্য ঠিক আছে। এটা আমি উপভোগ করি। এই টুর্নামেন্টের আগে থেকেই আমি ক্যাপ্টেনসি করছি। অভিজ্ঞতা বেশ ভালো। নতুন করে শুরু করা বলা যায়।’ মারক্রম গত মরসুমে ৪৭.৬৩-এর গড়ে, সানরাইজার্সের জার্সিতে ১৪ ম্য়াচে করেছিলেন ৩৮১ রান। অন্যদিকে সানরাইজার্স ইস্টার্ন কেপকে তিনি ফাইনালে তুলেছিলেন জো’বার্গ সুপার কিংসদের বিরুদ্ধে সেঞ্চুরি হাঁকিয়ে।’

আরও পড়ুনWATCH | Virat Kohli | Sonakshi Sinha: বিরাট তখন ডুবে সোনাক্ষীতে! সেই রাতের ভিডিয়ো এখন ছড়াচ্ছে দাবানলের মতো

২০১৫-২২। নিছকই কম সময় নয়। সানরাইজার্সের সঙ্গে জুড়ে ছিলেন কেন। জিতেছেন আইপিএল ট্রফি। হয়েছেন দু’বার অধিনায়কও। গতবছরও নেতৃত্বের দায়িত্ব ছিল তাঁর কাঁধেই। উইলিয়ামসন কমলা জার্সিতে ৭৬ ম্যাচ খেলে ২১০১ রান করেছেন। তবে আইপিএল ফিফটিনে তাঁর ফর্ম এসেছিল স্ক্যানারের তলায়। ১৩ ম্যাচে মাত্র ২১৬ রান করেছিলেন তিনি। তাঁর স্ট্রাইক রেট ছিল ৯৩। ২০২১ মরসুমে আইপিএলের দ্বিতীয় পর্বে অধিনায়কত্বে বদল ঘটে সানরাইজার্সে। ওয়ার্নারের হাত থেকে ক্যাপ্টেনসির ব্যাটন উঠেছিল কেনের হাতে। তবে গতবছর আইপিএলের আগে কেনকে ১৪ কোটি টাকায় ধরে রাখে নিজামের শহরের ফ্র্য়াঞ্চাইজি। কেনের নেতৃত্বে কমলা বাহিনী ১৩ ম্যাচের মধ্যে মাত্র ৬ ম্যাচ জিতেছিল। হেরেছিল ৭ ম্যাচ।  

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)