ISSF World Cup 2023: Aishwary Pratap Singh Tomar Clinches Gold In Men’s 50 M Rifle 3 Positions Event

কায়রো: শ্যুটিং বিশ্বকাপে (ISSF Shooting World Cup 2023) সোনা জিতলেন ভারতের ঐশ্বর্য প্রতাপ সিংহ তোমার (Aishwary Pratap Singh Tomar)। আইএসএসএফ শ্যুটিং বিশ্বকাপ চলছে ইজিপ্টে। সেখান থেকেই ৫০ মিটার  রাইফেল ৩ পজিশনে সোনা জিতলেন এই তরুণ। শ্যুটিং বিশ্বকাপ থেকে এই নিয়ে দ্বিতীয়বার পদক জিতলেন ঐশ্বর্য। ২০২১ সালে নয়াদিল্লিতে অনুষ্ঠিত এই ইভেন্ট থেকেই সোনা জিতেছিলেন ঐশ্বর্য। 

ইজিপ্টের কায়রোতে আয়োজিত শ্যুটিং বিশ্বকাপ থেকে ভারতকে চতুর্থ সোনা এনে দিলেন ঐশ্বর্য। সোনা জয়ের ম্যাচে তিনি হারিয়ে দেন আলেকজান্ডার স্কিমরিলকে। খেলার ফল ঐশ্বর্যর পক্ষে ১৬-৬। এর আগে যোগ্যতা নির্ণায়ক পর্বে সর্বোচ্চ ৫৮৮ পয়েন্ট ঝুলিতে পুরেছিলেন ঐশ্বর্য। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন অখিল সোরেন। তাঁর ঝুলিতে ছিল ৫৮৭ পয়েন্ট। 

এর আগে ভারতের হয়ে সোনা জিতেছিলেন রুদ্রাক্ষ পাতিলের। ১০ মিটার এয়ার রাইফেলে সোনা জিতেছিলেন তিনি। ৮-৬ ব্যবধানে প্রতিপক্ষকে হারিয়ে দেন রুদ্রাক্ষ। এর আগে দলগত ইভেন্টেও সোনা এসেছিল তাঁর হাত ধরে।

আজ ফাইনালে নামছেন হরমনপ্রীতরা

চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের চারটি ম্যাচের মধ্যে তিনটি ম্যাচ জিতে গ্রুপ ২-এ দ্বিতীয় স্থানে শেষ করেছে ভারতীয় দল। অপরদিকে, নিজেদের গ্রুপ পর্বের চারটি ম্যাচই জিতে গ্রুপ ১-র শীর্ষে শেষ করেছে অস্ট্রেলিয়া দল। ফাইনালে পৌঁছনোর লক্ষ্যে বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারি দুই দলই একে অপরের মুখোমুখি হবে। 

ভারতীয় দলকে ফাইনালে পৌঁছতে যে কড়া মোকাবিলার সম্মুখীন হতে হবে, তা বলাই বাহুল্য। পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া কিন্তু ২০২০ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে ভারতকে হারিয়েই খেতাব জিতেছিল। বিশ ওভারের ফর্ম্যাটে ভারতীয় দলের রেকর্ডও অজিদের বিরুদ্ধে একেবারেই আহামরি নয়। দুই দল এখনও পর্যন্ত ৩০টি ম্যাচে একে অপরের মুখোমুখি হয়েছে যার মধ্যে মাত্র ছয়টি ম্যাচ জিতেছে ভারত। অপরদিকে, ২২টি ম্যাচে জয় পেয়েছে অজি দল, একটি ম্যাচ টাই হয়েছে এবং একটি ম্যাচে ভেস্তে যায়। ইতিহাস যে একেবারেই টিম ইন্ডিয়ার পক্ষে নয়, তা বলাই বাহুল্য। তবে এই ইতিহাস বদলে ফেলারই লক্ষ্যে সেমিফাইনালে মাঠে নামবে হরমনপ্রীত কৌরের নেতৃত্বাধীন ভারতীয় দল। 

প্রাক্তন ভারতীয় অধিনায়ক ঝুলন গোস্বামী (Jhulan Gooswami) মনে করছেন এই অজি দলকে কিন্তু হরমনপ্রীতরা হারাতে পারেন। লন গোস্বামীর বলেন, ‘আমরা সবাই জানি পাঁচ বারের টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী অস্ট্রেলিয়া ঠিক কতটা শক্তিশালী দল। দলে দারুণ বৈচিত্র রয়েছে এবং ওদের সবদিক থেকেই শক্তিশালী। তাই ওদের হারাতে ভারতকে দারুণ ক্রিকেট খেলতে হবে। অবশ্য এরপরেও বলব ভারতীয় দলের জন্য ওদের হারিয়ে ফাইনালে পৌঁছনো অসম্ভব কিছুই নয়।’