Panchayat Election 2023: পঞ্চায়েত নির্বাচনে ৫৮ লক্ষেরও বেশি ভোটার বাড়ল রাজ্যে, কবে হবে ভোট?

২০১৮-র তুলনায় পঞ্চায়েত নির্বাচনে ভোটার সংখ্যা বাড়ল। রাজ্য নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী এ বছর পঞ্চায়েত নির্বাচনে ভোটার বেড়েছে ১১.৫১ শতাংশ।

নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী রাজ্যে ২০১৮ সালে মোট ভোট ছিলেন ৫ কোটি ৮ লক্ষ ৩৫ হাজার ২জন। আসন্ন পঞ্চায়েত নির্বাচনে ভোটার বেড়ে হয়েছে ৫ কোটি ৬৬ লক্ষ ৮৬ হাজার ১১৯ জন। অর্থাৎ গতবারের তুলনায় ভোটার সংখ্যা বেড়েছে ৫৮ লক্ষ ৫১ হাজার ১১৭ জন। এটি খড়সা ভোটার তালিকা। আগামী ১০ মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। সেই তালিকায় ভোটার সংখ্যা আরও কিছুটা বাড়তে পারে বলে মনে করছেন কমিশনের আধিকারিকরা।

গত বছর রাজ্যের ২০ জেলার ত্রিস্তর গ্রাম পঞ্চায়েতের আসন সংখ্যা প্রকাশ করেছিল রাজ্য নির্বাচন কমিশন। ভোটার সংখ্যা বাড়ার ফলে তিন স্তরে ২০১৮ সালের তুলনায় ১৪ হাজার ৯৬টি আসন বেড়েছে। এর মধ্যে গ্রাম পঞ্চায়েতে ১৩ হাজার ৭১২টি আসন বেড়েছে। পঞ্চায়েত সমিতিতে বেড়েছে ২৮১টি। জেলা পরিষদে ১০৩টি আসন বেড়েছে।

তবে কবে পঞ্চায়েত ভোট তা এখনও স্পষ্ট। বৃহস্পতিবার থেকে রাজ্য মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে। এর পর রয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। এই দুই পরীক্ষা পর্ব মিটলেই পঞ্চায়েত ভোটের দিন ঘোষণা করতে পারে রাজ্য নির্বাচন কমিশন।