Salman Rushdie: আততায়ীর পুরস্কার, সলমন রুশদিকে খুনের চেষ্টা করা ব্যক্তিকে ইরানে বিরাট জমি দান

আততায়ীকে দেওয়া হবে পুরস্কার। তেমনই জানালো ইরানের সংস্থা। কোন কাজের জন্য এই পুরস্কার? কয়েক মাস আগে আমেরিকায় লেখক সলমন রুশদির উপর আক্রমণ চালায় এই আততায়ী। আর সেই কাজেরই পুরস্কার দেওয়া হচ্ছে তাকে। পুরস্কার হিসাবে দেওয়া হবে বিরাট জমিজায়গা। সেটিই জানানো হয়েছে ওই সংস্থার তরফে। কিন্তু কেন এমন ঘটনা? পুরোটা বিশদে জেনে নেওয়া যাক। 

কয়েক মাস আগে সলমন রুশদি এক আলোচনাসভায় অংশ নিয়েছিলেন। মঞ্চে তিনি বক্তৃতা দেওয়ার সময়ে হঠাৎই সেখানে উঠে আসে সেই আততায়ী। ছুরি দিয়ে বার বার আঘাত করা হয় তাঁকে। কোনও ক্রমে প্রাণে বাঁচলেও শেষ পর্যন্ত রুশদির একটি চোখ নষ্ট হয়ে গিয়েছে। স্নায়ুর সমস্যাও মারাত্মক আকারে রয়েছে। যা এখনও সারেনি।

সেই আততায়ীর শাস্তি নিয়েও এখনও পর্যন্ত নানা আলোচনা হয়েছে। ২৪ বছর বয়সি সেই আমেরিকান যুবক এখনও বিচারাধীন বন্দি। কিন্তু তা সে বাকি পৃথিবীর কাছে যতই ‘অপরাধী’র তকমা পাক না কেন, ইরানের এক সংস্থার চোখে সে রীতিমতো নায়ক। সংস্থার মুখপাত্র জানিয়েছেন, ‘এই যুবক যে কাজ করেছেন, তার জন্য গোটা অনেকেই কৃতজ্ঞ। তাঁর এই কাজের পরে সলমন রুশদি এখন একটি জীবন্ত লাশ। একটি চোখ নষ্ট হয়ে গিয়েছে। একটি হাত নষ্ট হয়ে গিয়েছে। ওই যুবককে এর পরে পুরস্কৃত করাটাই উচিত।’ সেই কারণেই ওই যুবক বা তার কোনও আইনি প্রতিনিধির হাতে ১ হাজার বর্গ মিটার জমি তুলে দেওয়া হবে বলে জানানো হচ্ছে। 

কিন্তু কেন এই কাণ্ড? ৩৩ বছর আগে ইরানের শাসক আয়াতোল্লা খোমেইনি ফতোয়া জারি করেন সলমন রুশদিকে নিয়ে। রুশদির ‘দ্য স্যাটানিক ভার্সেস’ বইয়ের জন্য এই ফতোয়া জারি করা হয়। এর পরে বহু রুশদি আত্মগোপন করে থাকতেন। ইংল্যান্ডে পুলিশ তাঁর নিরাপত্তার দায়িত্বে ছিল। বহু বছর পরে রুশদি আবার প্রকাশ্যে আসা শুরু করেন। মনে হয়েছিল, পরিস্থিতি স্বাভাবিক হয়ে গিয়েছে। কিন্তু তা যে হয়নি, তা টের পাওয়া গেল এই ঘটনায়। 

আগামী দিনে রুশদির উপর যাতে হামলা চালানো না যায়, তার জন্য ইতিমধ্যেই কড়া ব্যবস্থা নেওয়া হয়েছে আমেরিকার সরকারের তরফে। তিনি কোথায় রয়েছেন, সে বিষয়টিও গোপন রাখা হয়েছে। তবে সংকটজনক পরিস্থিতি থেকে তিনি আপাতত বেরিয়ে এসেছেন। 

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup