পরীক্ষা খারাপ হলে আমরা দেখে নেব: মমতা

রাজ্যে শিক্ষায় চূড়ান্ত অব্যবস্থার মধ্যে সরকারের নতুন মাথাব্যথা হয়েছে পরীক্ষার ফল বেরোলে ছাত্রছাত্রীদের বিক্ষোভ। পাশ করিয়ে দেওয়ার নামে রাজ্যে প্রায় প্রতি জেলায় গত বছর বিক্ষোভ দেখিয়েছেন ফেলুরা। সেই সমস্যার সমাধানে এবার আগেভাগে আশ্বাস দিয়ে রাখলেন মুখ্যমন্ত্রী। মাধ্যমিক পরীক্ষার প্রথম দিন তাঁর আশ্বাস, কোনও পরীক্ষা খারাপ হলে আমরা দেখে নেব।

বৃহস্পতিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকসহ সমস্ত পরীক্ষার্থীদের জন্য শুভেচ্ছা রইল। তারা ভালো করে এগোক। ভালো পরীক্ষা দিক। মন খারাপ করার কোনও কারণ নেই। সব পরীক্ষা যে ভালো হবে তার কোনও মানে নেই। কোনও পরীক্ষা যদি খারাপ হয়, কঠিন হয়, আমাদের নলেজে আসবে। আমরা সেরকম দেখে নেব। আমি বাচ্চাদের অলওয়েজ ভালোবাসি। আমি চাই যে তারা সসন্মানে এগিয়ে যাক।’

মুখ্যমন্ত্রীর মন্তব্যে আপত্তি জানিয়েছেন শিক্ষকদের একাংশ। তাদের প্রশ্ন, ‘পরীক্ষা খারাপ হলে দেখে নেব বলতে কী বার্তা দিতে চাইছেন মুখ্যমন্ত্রী’। গত কয়েক বছরে ঢালাও পাশের ফলে এবার প্রায় ৪ লক্ষ কমেছে মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা। শিক্ষকদের একাংশে প্রশ্ন, এমনিতেই ভুয়ো শিক্ষক ঢুকিয়ে স্কুলগুলোকে কলুসিত করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। এবার গায়ের জোরে পাশ করিয়ে কি স্কুলগুলোর বাকি গরিমাও শেষ করতে চান তিনি?