Air India: তিরুবনন্তপুরমে জরুরী অবতরণ বিমানের, লেজ ঠেকে গিয়েছিল রানওয়েতে

কোঝিকোড় বিমানবন্দর থেকে সৌদি আরবের দাম্মাম বিমানবন্দরের দিকে রওনা হয়েছিল এয়ার ইন্ডিয়ার বিমানটি। তবে শুক্রবার তিরুবনন্তপুরম বিমানবন্দরে সেটি জরুরী অবতরণ করে। এয়ারপোর্টের আধিকারিকরা জানিয়েছেন, আচমকাই বিমানে কিছু যান্ত্রিক সমস্যা দেখা দিয়েছিল।সেজন্য কোনও ঝুঁকি না নিয়েই এটি জরুরী অবতরণ করে। 

এয়ারপোর্টের আধিকারিকরা জানিয়েছেন, জরুরী অবতরণের জন্য সমস্ত ব্যবস্থা রাখা হয়েছিল। বিমানে ১৮২জন যাত্রী ছিলেন। সবাই নিরাপদে রয়েছেন। সকাল ৯টা ৪৫ মিনিটে এটি আকাশে উড়েছিল। কিন্তু টেক অফের সময় এটির পেছনের দিকের অংশে কিছু সমস্যা দেখা দিয়েছিল। বিমানের হাইড্রলিক গিয়ারে কিছু সমস্যা দেখা দিয়েছিল। টেক অফের দেড় ঘণ্টার মধ্যেই এটি তিরুবনন্তপুরম এয়ারপোর্টে জরুরী অবতরণ করে।

এদিকে প্রাথমিক রিপোর্টে জানা গিয়েছে, কোঝিকোড় এয়ারপোর্টের আধিকারিকরা সমস্যার বিষয়টি প্রথমে বুঝতে পারেন।এরপরই তারা পাইলটকে গোটা বিষয়টি জানিয়ে সতর্ক করেন। এরপরই জরুরী অবতরণের জন্য অনুমতি চান পাইলট।

সূত্রের খবর, টেক অফের সময় বিমানটির লেজের অংশের সঙ্গে রানওয়ের আঘাত লেগেছিল। তারপরই বিমানটিতে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। তবে আশার কথা সেটি নিরাপদেই তিরুবনন্তপুরম এয়ারপোর্টে জরুরী অবতরণ করতে পেরেছে।

তবে সূত্রের খবর নিরাপদে ল্যান্ড করার জন্য বিমানটি কিছু জ্বালানি আরব সাগরে ফেলে দেয়। এরপর সেটি ধীরে ধীরে তিরুবনন্তপুরম এয়ারপোর্টে নেমে আসে। তবে বিমানটি নামার আগে বিমানবন্দরে ফুল এমার্জেন্সি জারি করা হয়।

সূত্রের খবর, ১২টা ১৫ নাগাদ তিরুবনন্তপুরম আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইটটি নামার কথা ছিল। সেটির লেজের দিকের অংশটি কিছুটা আঘাতপ্রাপ্ত হয়েছিল। এরপরই পাইলট জরুরী অবতরণের জন্য অনুমতি চান। এরপর তিনি তিরুবনন্তপুরম এয়ারপোর্টের দিকে উড়িয়ে নিয়ে যান। ১১টা ০৩ মিনিটে এটি নামার কথা ছিল। তবে পরে সেটি ১২.১৫ মিনিটে নামে। সেটি এয়ারপোর্টের উপর চক্কর কাটতে শুরু করে। 

এয়ারপোর্টের এক মুখপাত্র জানিয়েছেন, বিমানটি নিরাপদেই নামতে পেরেছে। সমস্ত যাত্রীদের লাউঞ্জে আনা হয়। ল্যান্ডিংয়ের পর বিমানবন্দরের এমার্জেন্সি তুলে নেওয়া হয়। তবে এমার্জেন্সি ল্য়ান্ডিংয়ের জন্য় কোনও বিমান চলাচলে বিঘ্ন ঘটেনি।

তিরুবনন্তপুরম এয়ারপোর্টে এটি নামানো হয়েছে কারণ এখানে বিমান মেরামতির প্রয়োজনীয় ব্যবস্থা রয়েছে। তবে বিমানটিতে ঠিক কী সমস্য়া হয়েছিল, কেন আঘাতপ্রাপ্ত হয়েছিল তা ঠিক জানা যায়নি। অনেক সময় টেক অফের জন্য় নির্ধারিত স্পিড না নিয়েই যদি টেক অফ করার চেষ্টা করা হয় তবে তাতে এই ধরনের সমস্যা হতে পারে। তবে এনিয়ে তদন্ত হবে।