Bhanwarlal Rajpurohit: ২০ বছরের পুরনো ধর্ষণের মামলায় ৮৬ বছর বয়সী প্রাক্তন বিজেপি বিধায়কের ১০ বছরের কারাদণ্ড, জানাল কোর্ট

ধর্ষণের অভিযোগ ছিল ২০ বছর আগের। আর তার সাজা মিলল ৮৬ বছর বয়সে। আদালতের রায়ে ১০ বছরের কারাবাস পেলেন ধর্ষণে অভিযুক্ত রাজস্থানে বিজেপির প্রাক্তন বিধায়ক ভাওঁয়ারলাল রাজপুরোহিত। এছাড়াও তাঁর ১ লাখ টাকার জরিমানা ধার্য হয়েছে।

বছর ৮৬ এর প্রাক্তন বিজেপি বিধায়ক ভাঁওয়ারলাল হুইলচেয়ারে কোর্টে এসেছিলেন শুনানির দিন। সেই অবস্থাতেই তাঁকে আদালত সাজা শোনায়। যে মুহূর্তে তাঁকে সাজা শোনায় আদালত, তখনই তাঁকে গ্রেফতার করে নেয় পুলিশ। এদিকে, অভিযোগকারী মহিলা গত ২০ বছর ধরে আদালতের থেকে সুবিচারের আশায় লড়াই চালিয়েছেন। আদালতের রায়ে ওই মহিলাকে ১ লাখ টাকার জরিমানার অঙ্ক দিতে হবে ভাঁওয়ারলালকে। আপাতত রাজস্থানের পারবস্তার জেলে ঠাঁই হয়েছে এই ধর্ষণে অভিযুক্ত প্রাক্তন বিধায়কের। জানা যায়, ধর্ষণের ঘটনাটি ঘটেছে ২০০২ সালের এপ্রিল মাসে। উল্লেখ্য, সেই ঘটনার পর বিজেপির তরফে রাজস্থানের মাকারানা আসনে প্রার্থী হিসাবে তাঁকে ২০০৩ সালে টিকিট দেওয়া হয়। ধর্ষণে অভিযুক্ত ভাঁওয়ারলাল ভোটে জয়ী হন। একই সঙ্গে মাকারানা পঞ্চায়েতের প্রধান হিসাবে তিনি নির্বাচিতও হন। এর আগে এলাকায় চারবারের বিধায়ক ছিলেন তিনি। এদিকে ২০০২ সালের ১ মে নাগৌর গ্রামের বাসিন্দা ওই অভিযোগকারী মহিলা পুলিশের দ্বারস্থ হয়ে ভাঁওয়ারলালের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। অভিযোগ, ছিল মহিলার স্বামীকে ফোন করার সুযোগ দেওয়ার আছিলায় ভাঁওয়ারলাল ওই মহিলাকে নিজের বাড়িতে ডাকেন। মহিলার স্বামী থাকতেন মুম্বইতে।ভাঁওয়ারলাল ওই মহিলাকে বলেন, তিনি যদি স্বামীকে মুম্বইতে ফোন করতে চান, তাহলে ভাঁওয়ারলালের বাড়িতে যেতে হবে। আর অভিযোগ, বাড়িতে ডেকে নিয়ে মহিলাকে ধর্ষণ করেন ভাঁওয়ারলাল। জানা যায়, প্রাক্তন বিজেপি বিধায়কের বাড়িতে জল নিতে গিয়ে এই কথপোকথন হয়েছিল। (‘আমাদের শুধু মোদীকে চাই’, পাকিস্তানির মুখে ভারতের প্রধানমন্ত্রীর সুখ্যাতি!)

অভিযোগকারী মহিলা বলেন, যেদিন নারকীয় সেই যৌন অত্যাচার হয়েছিল তাঁর ওপর, সেদিন ভাঁওয়ারলালের স্ত্রী বাড়িতে ছিলেন না। অভিযোগ, ধর্ষণের পর মহিলাকে ৫০০ টাকা দিয়ে নিজের মুখ বন্ধ রাখতে বলেছিলেন অভিযুক্ত ভাঁওয়ারলাল। তবে সেই টাকা মহিলা গ্রহণ করতে রাজি হননি। এরপর মহিলা গর্ভবতী হন। করাতে হয় গর্ভপাত। প্রথমে কোর্টে গিয়ে অভিযোগ দায়ের করলেও, তার আগে পুলিশ এফআইআর নিতে চায়নি বলে অভিযোগ। গত ২০ বছর ধরে ওই মামলা মাকারানা সেশন কোর্টে চলতে থাকে। লড়াই চলে মহিলার। শেষে আসে এই রায়।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup