Madhyamik Examination 2023: এই প্রথমবার! মাধ্যমিক পরীক্ষা পর্যবেক্ষণে জেলায় গেলেন পর্ষদ সভাপতি

মাধ্যমিক পরীক্ষা চলাকালীন জেলায় জেলায় ঘুরে পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করবেন মধ্যশিক্ষা পর্যদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়। এই প্রথম কোন পর্ষদ সভাপতি জেলায় পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে যাবেন। শুক্রবার অর্থাৎ পরীক্ষার দ্বিতীয় দিন থেকে শুরু হচ্ছে এই সফর। এদিন তিনি যাবেন মালদহ, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মুর্শিদাবাদ জেলার বেশ কয়েকটি পরীক্ষা কেন্দ্রে।

শুক্রবার তাঁর সফর শুরু হয় মালদহ দিয়ে। এদিন তিনি বেশ কয়েকটি পরীক্ষা কেন্দ্র যান। কথা পরীক্ষকদের সঙ্গে। জেলায় স্পর্শকাতর পরীক্ষা কেন্দ্রগুলিতে কী ধরনে ব্যবস্থা নেওয়া হয়েছে তা খতিয়ে দেখবেন। পর্ষদের দেওয়া নির্দেশ মানা হচ্ছে কি না তাও খতিয়ে দেখবেন সভাপতি।

আরও পডুন: পরীক্ষা খারাপ হলে আমরা দেখে নেব: মমতা

বৃহস্পতিবারই পরীক্ষা দিতে যাওয়ার সময় হাতির হামলার মুখে পড়ে জলাপাইগুড়িতে এক পরীক্ষার্থী মৃত্যু হয়েছে। সকালে স্কুটিতে চড়ে জঙ্গলের ভিতর দিয়ে বাবার সঙ্গে পরীক্ষা দিতে যাচ্ছিল ওই পরীক্ষার্থী। সেই আচমাকাই হামলা চালায় একটি দাঁতাল হাতি। অর্জুন দাস নামে ওই পরীক্ষার্থীকে শুঁড়ে পেচিয়ে আছাড় মারে হাতিটি। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তাঁর মৃত্যু হয়। এই ঘটনা নিয়ে উদ্বিগ্ন প্রশাসনও।

এর পরই পর্ষদের সভাপতির এই জেলা সফরের সিদ্ধান্ত। এ দিন বৃহস্পতিবার পর্ষদ সভাপতির আদালাতে হাজিরা দেওয়ার ছিল বলে খবর ছড়ায়। না হাজির হাওয়ায় তাঁর বিরুদ্ধে রুল জারি করে আদালত। পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় বিকালে সাংবাদিক বৈঠক করে দাবি করেন তাঁকে আদালত ডাকেনি । ভুয়ো খবর ছড়িয়ে পড়ায় তাঁর কাজে অসুবিধা হয়েছে।