Pawan Khera: ক্ষমা চেয়েছেন পবন খেরা, টুইট করে জানিয়ে দিলেন অসমের মুখ্য়মন্ত্রী

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সম্পর্কে আপত্তিকর মন্তব্য করার অভিযোগ উঠেছিল কংগ্রেস নেতা পবন খেরার বিরুদ্ধে। বৃহস্পতিবার অসম পুলিশ গ্রেফতার করেছিল তাঁকে। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা শুক্রবার জানিয়েছেন, কংগ্রেস নেতা পবন খেরা নিঃশর্ত ক্ষমা চেয়েছেন। প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য় করার অভিযোগে তিনি গ্রেফতার হয়েছিলেন।

অসমের মুখ্যমন্ত্রী রিট পিটিশনের একটি কপিও শেয়ার করেছেন। তিনি টুইট করে লিখেছেন, অভিযুক্ত নিঃশর্তে ক্ষমা চেয়েছেন। আমাদের আশা পাবলিক স্পেসের প্রতি পবিত্রতা বজায় রেখে কেউ যেন রাজনৈতিক ক্ষেত্রে অসভ্য শব্দ ব্য়বহার না করেন। অসম পুলিশ যুক্তিপূর্ণভাবে এই এই বিষয়টি খতিয়ে দেখছে।

বৃহস্পতিবার অসম পুলিশ পবন খেরাকে গ্রেফতার করেছিল। প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য করার জেরে গ্রেফতার করা হয়েছিল তাকে। এদিকে তাঁকে গ্রেফতার করার সময়তেও একপ্রস্থ নাটক হয়ে যায়। প্রায় বিমানে উঠেই পড়েছিলেন তিনি। সেখান থেকে নামিয়ে তাঁকে গ্রেফতার করা হয়। এদিকে ঘটনার পরেই তাঁর সহযোদ্ধারা টারম্যাকেই বিক্ষোভ দেখাতে শুরু করেন।

এদিকে সম্প্রতি একটি প্রেস কনফারেন্সে প্রধানমন্ত্রীর পিতার নাম নিয়ে কিছু আপত্তিকর মন্তব্য করেছিলেন। তারপরই গ্রেফতার করা হয় তাঁকে। এদিকে তাঁর বিরুদ্ধে একাধিক এফআইআর হয়েছিল। সেই এফআইআর থেকে মুক্ত হওয়ার জন্য তিনি সুপ্রিম কোর্টেও গিয়েছেন।

 

তবে আপাতত অন্তবর্তীকালীন জামিন পেয়েছেন পবন খেরা। তবে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় কংগ্রেস নেতার ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন।সূত্রের খবর, সেই সময় আদালত জানিয়েছিল আমরা আপনাকে সুরক্ষা দিচ্ছি কিন্তু কিছু ক্ষেত্রে আপনাদের নিয়ন্ত্রণ থাকা দরকার।

এদিকে আইনজীবী এএম সিংভি জানিয়েছেন,একটি সাংবাদিক বৈঠকে তিনি একথা জানিয়েছিলেন। তিনি এমন কিছু বিবৃতি দিয়েছিলেন আমি তা আদালতে জানাতে পারব না। তবে রায়পুরে কংগ্রেসের জেনারেল সেক্রেটারি জয়রাম রমেশ এই জামিন দেওয়ার জন্য সুপ্রিম কোর্টকে ধন্য়বাদ জানিয়েছিলেন।

সুপ্রিম কোর্ট অন্তর্বর্তীকালীন জামিন দেওয়া প্রসঙ্গে জয়রাম রমেশ জানিয়েছেন, মোদী সরকারের যাবতীয় প্রচেষ্টা সত্ত্বেও বিচারব্যবস্থা এখনও নিরপেক্ষ আমাদের গণতন্ত্রে। টাইগার জিন্দা হ্যায়, সুপ্রিম কোর্ট জিন্দা হ্যায়।

অসম পুলিশ আদালতে জানিয়েছে, গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রধানমন্ত্রী সম্পর্কে পবন খেরা আপত্তিকর মন্তব্য করেছেন। তবে তাঁর আইনজীবী জানিয়েছিলেন, তিনি তাঁর মন্তব্যের জন্য় ক্ষমা চেয়েছেন। এনিয়ে তাঁকে গ্রেফতারের কোনও প্রয়োজন ছিল না। প্রসঙ্গত অসমের হাফলং থানায় পবন খেরার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছিল।