Thalassemia examination mandatory: মা হওয়ার আগে থ্যালাসেমিয়া পরীক্ষা বাধ্যতামূলক, নতুন ব্যবস্থা আনল স্বাস্থ্য দফতর

গর্ভবতী হওয়ার পরে সরকারি হাসপাতালের সুযোগ সুবিধা পেতে হলে এবার থেকে থ্যালাসেমিয়া ও সিকল সেল রোগের পরীক্ষা করানো বাধ্যতামূলক। বুধবার স্বাস্থ্য দফতরের তরফে বলা হয়, সরকারি হাসপাতালে গর্ভাবস্থায় পরীক্ষানিরীক্ষার সময় এই দুটি পরীক্ষা করাতে হবে সবাইকেই। পরীক্ষা পদ্ধতি বাধ্যতামূলক করার জন্য প্রতিটি সরকারি হাসপাতালকে ইতিমধ্যেই থ্যালাসেমিয়া কন্ট্রোল ইউনিটের সঙ্গে যুক্ত করা হয়েছে। শহরের মোট পাঁচটি সরকারি হাসপাতাল আইটিজিএমইআর মেডিক্যাল কলেজ হাসপাতাল, এনআরএস মেডিক্যাদ কলেজ, ক্যালকাটা মেডিক্যাল কলেজ, আরজি কর মেডিক্যাল কলেজ, ক্যালকাটা স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনে এই পরীক্ষাগুলি করা হবে।

স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, এর জন্য হাসপাতালের তরফে প্রত্যেক গর্ভবতীর রক্তের নমুনা সংগ্ৰহ করা হবে।‌ নমুনা সংগ্ৰহের পর এইচপিএলসি (হাই পারফরম্যান্স লিকুইড ক্রোমাটোগ্রাফি) পরীক্ষার জন্য তা টিসিইউতে পাঠানো হবে। এর থেকেই জানা যাবে ওই গর্ভবতীর থ্যালাসেমিয়া ও সিকল সেল রোগের সমস্যা রয়েছে কিনা।

এক স্বাস্থ্য আধিকারিক এই দিন সংবাদমাধ্যমকে জানান, এতদিন গর্ভবস্থায় থ্যালাসেমিয়া পরীক্ষা থ্যালাসেমিয়া কন্ট্রোল ইউনিটেই করা হত। তবে এবার থেকে সমস্ত সরকারি হাসপাতালের জন্যই এই পরীক্ষার নমুনা সংগ্ৰহ করা বাধ্যতামূলক করা হল। রাজ্যে বিপুল সংখ্যক থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীর সংখ্যা কমাতেই এই বিশেষ উদ্যোগ নিল স্বাস্থ্য দফতর।

বুধবারের এই বিবৃতির পাশাপাশি স্বাস্থ্য দফতরের তরফে জানানো হয়, থ্যালাসেমিয়া রোগীর সংখ্যা। বর্তমানে সারা কলকাতার ১০ শতাংশ রোগী থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত। পাশাপাশি জানানো হয়, গর্ভবতী মা যদি থ্যালাসেমিয়া আক্রান্ত হন, তাহলে ওই ঘটনার পর হবু বাবারও পরীক্ষা করা হবে।

থ্যালাসেমিয়া কী?

থ্যালাসেমিয়া একটি জিনঘটিত সমস্যা। সাধারণত বাবা মায়ের জিনে রোগটি প্রচ্ছন্ন থাকলেও শিশুর মধ্যে তা প্রকট হতে পারে। এই রোগে রক্তে অক্সিজেন পরিবহনকারী হিমোগ্লোবিন উৎপাদন ঠিকমতো হয় না। এর ফলে অ্যানিমিয়ার সমস্যা দেখা যায়‌। অ্যানিমিয়ার থেকে ধীরে ধীরে অবসাদ ও অঙ্গের সমস্যাও হতে থাকে। তাই গর্ভধারণের আগেই এই রোগের পরীক্ষা করিয়ে নেওয়া জরুরি। এতে শিশুর থ্যালাসেমিয়া সহজেই আটকানো সম্ভব।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup