সূর্যদেবকে জল অর্পণের সঠিক নিয়ম জেনে নিন, খুলে যাবে সাফল্যের দরজা

হিন্দুধর্মে দেবদেবীদের খুশি করবার জন্য বিভিন্ন পুজোর পদ্ধতি ও নিয়ম রয়েছে। সেগুলি মেনে চললে তবেই সংসারে সুখ আসে। আর্থিক দিকে অনেক উন্নতি হয়। হিন্দু ধর্মে সুর্যদেবকে পিতা মনে করা হয়। সুর্যদেবকে খুশি করতে পারলে জীবনে আসে সুখ, সমৃদ্ধি, চাকরি, অর্থ, প্রাচুর্য। প্রাচীন কাল থেকেই বিভিন্ন পুরাণে সূর্যদেবকে জল দেওয়ার কথা ও পদ্ধতির কথা আছে। সূর্যকে জল নিবেদন করার সময় সঠিক নিয়ম আছে, তা মেনে চললে তিনি খুশি হন এবং সন্তুষ্ট হন ভক্তদের ওপর। বিশেষ আশীর্বাদ করে থাকেন সূর্যদেব। তবে, জেনে নিন কীভাবে অর্পণ করবেন জল।

হিন্দুধর্মে বলা আছে সুর্যকে নিয়মিত জল দান করলে বিভিন্ন কষ্ট থেকে মুক্তি পাওয়া যায়। ভোরবেলা উঠে শুদ্ধ দেহে  জল অর্পণ করলে আপনার মনের কলুষতা ও অলসতা দূর হয়। আপনি নিজেকে উদ্যমী মনে করবেন। ঘরে আসবে সুখ ও  সমৃদ্ধি।

সূর্যদেবকে জল অর্পণের সঠিক সময়

 সুর্য ওঠার এক ঘণ্টা আগে সূর্যকে জল অর্পণ করতে হয়।

কীভাবে অর্পণ করবেন জল

জ্যোতিষশাস্ত্র অনুসারে, সূর্যদেবকে জল নিবেদন করলে আপনি দ্বিগুণ ফল পাবেন। তামার পাত্রে জল দিলে ভালো ফল পাওয়া যায়। পাশাপাশি ফুল দিলেও খুব ভালো ফল হয়। যখন আপনি জল নিবেদন করবেন তখন আপনার মুখ যেন থাকে পূর্ব দিকে। জল নিবেদনের সময় জুতো পায়ে রাখবেন না। 

জল নিবেদন করার পর সূর্যরশ্মিকে দেখা খুব শুভ বলে মনে করা হয়। এতে আপনার শরীরের ঔজ্বল্য বাড়ে। কেটে যায় গ্রহের প্রভাব। মনে করা হয় যেসব ব্যক্তিরা সহজে রেগে যায়, খুব জেদি, অহঙ্কারি, নিয়মিত সুর্যকে জল অর্পণ করলে এই সকল বদ অভ্যাস কেটে যায়।

মনে করা হয় কোনও ব্যক্তির জীবনে যদি গ্রহ থাকে দূর্বল, কোনও কাজ ঠিক সময়ে না হয় তাহলে নিয়মিত সূর্যকে জল নিবেদন করুন। আপনি পরিশ্রম করে পাবেন সফলতা। আপনার মনের সকল বাসনা পূর্ণ হবে। আপনার কখনও কোনও কিছুর অভাব হবে না।

এইসব তথ্য শুধুমাত্র বিশ্বাস, ধর্মগ্রন্থ, এবং বিভিন্ন ধর্মগ্রন্থের ওপর ভিত্তি করে। কোনও তথ্য বিশ্বাস করার আগে অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ নিন।