Covid-19 vaccination drive in India: করোনার টিকা ভারতে কত জনকে বাঁচাল? সরকারি হিসাব শুনলে চমকে যেতে পারেন

তিন বছর হয়ে গিয়েছে ভারতে করোনার। তার পর থেকে গঙ্গা-যমুনায় বহু জল বয়ে গিয়েছে, দেশে বার বার করোনা-নীতি বদলেছে, জোর দেওয়া হয়েছে টিকাকরণে। সব মিলিয়ে তিন বছর পরে করোনা পরিস্থিতি মোটামুটি নিয়ন্ত্রণে। জনজীবন আবার আগের অবস্থায় ফিরে এসেছে। মানুষ স্বাভাবিক জীবন কাটাচ্ছেন। আর এর পিছনে টিকাকরণের বড় ভূমিকা আছে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। মোটামুটি কত জনকে নিরাপত্তা দিতে পেরেছে কোভিডের টিকা? তার হিসাবও চমকে দেওয়ার মতোই।

আরও পড়ুন: এত দিন মাস্ক পরা কি ফালতু হল? কোভিড নিয়ে বিরাট দাবি গবেষকদের

শুক্রবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য এই বিষয়টি সংবাদমাধ্যমকে জানিয়েছেন। তিনি জানিয়েছেন, ভারতে টিকাকরণের হার এবং সাফল্য বহু দেশের তুলনায় অনেক বেশি। ২০২১ সালের ১৬ জানুয়ারি ভারতে টিকাকরণ শুরু হয়। তার পর থেকে এখনও পর্যন্ত দেশের প্রায় ৯০ শতাংশ মানুষ টিকা পেয়ে গিয়েছেন বলেও জানিয়েছেন তিনি। সব মিলিয়ে কোভিডের টিকার কারণে ৩৪ লক্ষ মানুষ নিরাপত্তা পেয়েছেন বলেও জানানো হয়েছে সরকারি ভাবে।

আরও পড়ুন: করোনায় মৃত্যু বাড়ছে লাফিয়ে, তথ্য কি গোপন করছে চিন? কী বলছে নয়া রিপোর্ট

টিকাকরণের প্রভাব পড়েছে দেশের অর্থনীতির উপরেও। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ১৮.৩ বিলিয়ন ডলার ক্ষতি আটকানো গিয়েছে টিকাকরণের ফলে। শুধু তাই নয়, ১৫.৪২ বিলিয়ন ডলার লাভও হয়েছে এতে। করোনার টিকার কারণে যে পরিমাণ খরচ হয়েছে, সেটি বাদ দিয়েও এই টাকা লাভ হয়েছে ভারতীয় অর্থনীতির। এমনই বলা হয়েছে এই রিপোর্টে।

আরও পড়ুন: কোভিডের পর বুকে অস্বস্তি? ভ্যাকসিনেশনের পর হার্টরেট কি বেড়েছে? চিকিৎসকরা যা বলছেন

ভারতে ইতিমধ্যেই করোনা পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে। টিকাকরণের ফলে আপাতত জনজীবন স্বাভাবিক হয়ে গিয়েছে। ভ্রমণ নিয়েও যে সমস্ত বিধিনিষেধ ছিল, সেগুলি তুলে দেওয়া হয়েছে। করোনা টিকার সম্পূর্ণ কোর্সের পরেও বুস্টার টিকা গ্রহণের হারও ভালো। আগামী দিনে এই পরিস্থিতি আরও উন্নত হবে বলে মনে করছে বিশেষজ্ঞ মহল।