Hoimonti Ganguly: হৈমন্তী নির্দোষ, তাঁকে ফাসাচ্ছে কুন্তল, দাবি স্বামী গোপাল দলপতির

নিয়োগ দুর্নীতিতে ধৃত তৃণমূল যুব নেতা কুন্তল ঘোষের দাবি মানতে নারাজ হৈমন্তীর স্বামী গোপাল দলপতি। কুন্তল ঘোষ দাবি করেছিলেন চাকরি ‘বেচার টাকা’ গোপালের হৈমন্তীর অ্যাকাউন্টেই ট্রান্সফার করা হয়েছিল। শনিবার এক বাংলা সাংবাদমাধ্যমকে সাক্ষৎকার দেওয়ার সময় তিনি জানিয়েছেন, আসলে কুন্তল তাঁকে ফাঁসাচ্ছে আসলে। তাঁর স্ত্রী নির্দোষ।

সাংবাদমাধ্যমে তিনি বলেন, ‘হৈমন্তী নির্দোষ। ওঁর অ্যাকাউন্টে এরকম কোনও টাকা ট্রান্সফার হয়নি। আমি প্রমাণ করে দেব। নিজেদের কুকীর্তি ঢাকতে হৈমন্তীর নাম ভাসিয়েছে কুন্তল।’

কেন এই নাম ‘ভাসিয়েছে’ কুন্তল , তা-ও সংবাদমাধ্যমের কাছে জানিয়েছেন গোপাল দলপতি। তিনি বলেন, ‘সিবিআই দফতরে মুখোমুখী জিজ্ঞাসাবাদের সময় তদন্তকারী আধিকারিকদের নির্দেশ মতো ব্যাঙ্ক স্টেটমেন্ট নিয়ে গিয়েছিলাম। সেখানে নমিনির জায়গায় হৈমন্তীর নাম দেখতে পান কুন্তল। তার পর নিজের কুকীর্তি ঢাকতে হৈমন্তীর না ভাসিয়ে দিয়েছে কুন্তল।’

আরও পড়ুন: বেহালার ফ্ল্যাটের বাইরে রোল নম্বর লেখা কাগজ!‌ উদ্ধার হওয়া নথিতে রহস্যময়ী হৈমন্তী

তদন্ত মুম্বইয়ের সিরোকো পার্টনার্স নামে একটি কোম্পানির নাম উঠে এসেছে। ওই কোম্পানি নিজের তা মেনে নিয়ে গোপাল দলপতি দাবি করেন এর সঙ্গে তাঁর স্ত্রী হৈমন্তীর কোনও যোগ নেই। তাঁর দাবি, ‘ওঁর নামে কোনও ফান্ড আসেনি। সিরোকো পার্টনার্সের সঙ্গে হৈমন্তী কোনও ভাবে যুক্ত নয়। ও সম্পূর্ণ নির্দোষ। আমি প্রমাণ করে দেব।’

তাঁর বিরুদ্ধে যে গা ঢাকা দেওয়ার অভিযোগ উঠেছে সং প্রসঙ্গে গোপাল দলপতি বলেন, ‘আমি কোথাও যায়নি। একটি মামলার কাজে দিল্লি এসেছি। সিবিআইকে বলেই এসেছি। তিন-চারদিনের মধ্যেই ফিরব। ‘