Mamata Banerjee: মানুষের অভিযোগ নিষ্পত্তি হচ্ছে কি? জানতে নবান্নে বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী

সামনেই পঞ্চায়েত নির্বাচন। তার আগে মানুষের যাতে সরকারি কাজকর্ম নিয়ে কোনও ক্ষোভ না থাকে তা দেখতে উদ্যোগী হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মানুষের কত অভিযোগ আসছে? তার কতগুলির নিষ্পত্তি হচ্ছে? তা খতিয়ে দেখতে একটি পর্যালোচনা বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী। সোমবার দুপুর বারোটায় এই বৈঠক হবে নবান্নে। সাধারণ মানুষের অভিযোগের কতটা নিষ্পত্তি হয়েছে তা জানবেন দফতরের আধিকারিকদের সঙ্গে কথা বলে।

নবান্ন সূত্রে খবর, ১৫টি দফতরের আধিকারিকদের এই ‘গ্রিভ্যান্স’ বৈঠকে ডাকা হয়েছে। তার মধ্যে রয়েছে স্বাস্থ্য, শিক্ষা, কৃষির মতো দফতরগুলি। দুয়ারে সরকার চলাকালীন বিভিন্ন অভিযোগ আসে সরকারের কাছে, সেই অভিযোগের কী পরিমাণ নিষ্পত্তি হয় মুখ্যমন্ত্রী তা আধিকারিকদের কাছে জানতে চাইবেন বলে মনে করা হচ্ছে।

এমনিতে মুখ্যমন্ত্রী বিভিন্ন জেলায় প্রশাসনিক বৈঠকের করেন। সেই বৈঠকে স্থানীয় জনপ্রতিনিধি এবং প্রশাসনের কাছ থেকে বিভিন্ন সমস্যা কথা শোনের এবং তা সমাধান করেন। এছাড়া জেলা সফরে গিয়ে নিজে বিভিন্ন পরিষেবা সাধারণ মানুষের হাতে তুলে দেন। গত কয়েকমাস ধরেই তিনি জেলা সফরে গিয়ে সাধারণ মানুষের হাতে বিভিন্ন পরিষেবা তুলে দিয়েছেন। এর সঙ্গে সমান্তরাল ভাবে চলছে দুয়ারে সরকারে ক্যাম্প। তবু মানুষের কোনও অভিযোগ যাতে নিষ্পত্তিহীন না থেকে সে কারণে এই গ্রিভ্যান্স বৈঠক ডেকেছেন মুখ্যমন্ত্রী।