Student Union Election: কলেজেগুলিতে ছাত্র সংসদ নির্বাচন কবে, জানালেন শিক্ষামন্ত্রী

দীর্ঘদিন ধরে কলেজগুলোতে ছাত্র সংসদদের নির্বাচন হয়নি। একাধিক কলেজে দাবি উঠছে ছাত্র সংসদ নির্বাচনের। এই পরিস্থিতি বৃহস্পতিবার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানালেন, আপাতত পঞ্চায়েত নির্বাচন অগ্রাধিকার রাজ্য সরকারের। তার পরেই রাজ্যের সব কলেজে ছাত্র সংসদ নির্বাচন হবে।

ছাত্র সংসদ নির্বাচনের দাবি ইতিমধ্যেই সরব হয়েছে যাদবপুর, প্রেসিডেন্সি, কলকাতা বিশ্ববিদ্যালয়ে এবং তা সঙ্গে সংযুক্ত কলেজগুলি। সেই সময় শিক্ষামন্ত্রী জানিয়েছিলেন, তিনি এ বিষয়ে আলোচনার জন্য মুখ্যমন্ত্রীর কাছে সময় চেয়েছেন। তাঁর সঙ্গে আলোচনা করার পর এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন। কিন্তু বৃহস্পতিবার শিক্ষামন্ত্রী জানিয়েছেন, এখনও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর কোনও আলোচনা হয়নি।

সংস্কৃত কলেজের একটি অনুষ্ঠানে তিনি বলেন, ‘মুখ্যমন্ত্রী সঙ্গে এ বিষয়ে কোনও কথা হয়নি। আমরা ছাত্র সংসদের নির্বাচন করব, তবে কোনও একটা বিশ্ববিদ্যালয় ধরে নয়, রাজ্যের সব বিশ্ববিদ্যালয়ে হবে। সামনেই পঞ্চায়েত ভোট। তাকে অগ্রাধিকার দিতে হবে।’

কী ভাবে ছাত্র সংসদের ভোট হবে তাও ব্যাখ্যা করেন ব্রাত্য। মন্ত্রীর বলেন, ‘হয়তো সব বিশ্ববিদ্যালয়ে একই সঙ্গে ভোট হবে হবে না। একদিনে দক্ষিণবঙ্গে হল। আবার এক দিন উত্তরবঙ্গে। আবার পশ্চিমাঞ্চলে একদিনে। পঞ্চায়তে ভোটের পর এইভাবে ছাত্র সংসদের ভোট করে ফেলা হবে। ‘

(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)