Umesh Yadav Writes Heartfelt Message For His Recently Dead Father, Know In Details

ইনদওর: অস্ট্রেলিয়ার (Ind vs Aus) বিরুদ্ধে টেস্ট সিরিজের মাঝেই দুঃসংবাদ আছড়ে পড়েছিল। জানা গিয়েছিল, প্রয়াত হয়েছেন পেসার উমেশ যাদবের বাবা। শুক্রবার বাবার উদ্দেশে আবেগঘন বার্তা দিলেন বিদর্ভের পেসার। সোশ্যাল মিডিয়ায় উমেশ নিজের সঙ্গে বাবার ছবি দিয়েছেন। সঙ্গে লিখেছেন, ‘তোমার ভরসার হাত বরাবরই আমার কাঁধে থাকবে বাবা। ভগবান শিব তোমার আত্মাকে চিরশান্তি দিন’।

বাবাকে হারালেন উমেশ যাদব (Umesh Yadav)। ভারতীয় ক্রিকেট দলের (Indian Cricket Team) তারকা পেসার উমেশ যাদবের (Umesh Yadav) বাবা তিলক যাদব (Tilak Yadav) প্রয়াত হলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর। উত্তর প্রদেশের একটি কয়লা খাদানে কাজ করতেন উমেশ যাদবের বাবা। বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন তারকা পেসারের বাবা। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। কিন্তু পরিস্থিতি এতটাই খারাপ হয়ে যায় যে আর বাঁচানো সম্ভব হয়নি উমেশের (Umesh Yadav) বাবাকে। উল্লেখ্য, বর্ডার-গাওস্কর ট্রফির ভারতীয় স্কোয়াডে রয়েছেন উমেশ। যদিও এখনও পর্যন্ত প্রথম ২ টেস্টে সুযোগ পাননি উমেশ।

আড়াই দিনে শেষ হয়ে গিয়েছে বর্ডার-গাওস্কর ট্রফির (Border-Gavaskar Trophy) প্রথম দুই টেস্টই। দ্বিতীয় টেস্টে রবীন্দ্র জাডেজার স্পিনের ভেল্কিতে ৪৮ রানে নয় উইকেট হারিয়ে ফেলে অজি দল (Australian Cricket Team)। সহজেই ছয় উইকেট হাতে রেখে ম্যাচ জিতে নিয়েছিল টিম ইন্ডিয়া। অজিদের স্পিন জুজু দূর করতে এবার সাহায্যের হাত বাড়িয়ে দিলেন প্রাক্তন অস্ট্রেলিয়ান তারকা ওপেনার ম্যাথু হেডেন (Matthew Hayden)।

সাহায্যে রাজি

সিরিজের দুই ম্যাচে এখনও পর্যন্ত সর্বাধিক ১৭টি উইকেট নিয়েছেন জাডেজা। তাঁর স্পিন জুড়িদার আর অশ্বিনও খুব একটা পিছিয়ে নেই। তিনি নিয়েছেন ১৪টি উইকেট। অক্ষর পটেলের ভাগ্যে জুটেছে একটি উইকেট অর্থাৎ চার ইনিংসে অজি দলের ৪০টি উইকেটের মধ্যে ৩২টি উইকেটই নিয়েছেন ভারতের তারকা স্পিনাররা। নয়াদিল্লিতে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে ছয়জন অজি ব্যাটার প্রায় একইভাবে স্যুইপ মারতে গিয়ে আউট হয়েছেন। দলের স্পিনের বিরুদ্ধে এহেন পরিস্থিতি দেখে অজি ব্যাটারদের সাহায্য করতে এগিয়ে এসেছেন হেডেন।

হেডেন বলেন, ‘দিন হোক বা রাত, আমি এবং আমার মনে হয় আমার মতো সকলেই (প্রাক্তনীরাই) সাহায্যের জন্য এগিয়ে আসতে সবসময় ইচ্ছুক হবেন। আমায় তো যখনই কোনও ধরনের সাহায্যের জন্য বলা হয়েছে, তা যখনই হোক না কেন, আমি সবসময়ই (সাহায্যের জন্য) এগিয়ে এসেছি।’ 

আরও পড়ুন: ঢাকায় হাসিনার সঙ্গে সাক্ষাৎ সৌরভের, বাংলাদেশের উন্নয়ন দেখে মুগ্ধ দাদা