18 Arrested in Nisith Convoy Attack Case: উদ্ধার দেশি বন্দুক থেকে কাটারি, নিশীথের কনভয়ে হামলা এবং হিংসার ঘটনায় ধৃত ১৮

কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিকের কনভয়ে হামলা এবং এরপর দিনহাটায় বিজেপি-তৃণমূল সংঘর্ষের ঘটনায় মোট ১৮ জনকে গ্রেফতার করল পুলিশ। ঘটনায় বেশ কয়েকটি বন্দুক এবং কাটারি উদ্ধার হয়েছে। সঙ্গে তাজা গুলিও উদ্ধার করেছে পুলিশ। কোচবিহারের অতিরিক্ত পুলিশ সুপার কুমার সানি রাজ জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। শান্তি বজায় রাখতে ঘটনাস্থলে টহল দিচ্ছে বিশাল পুলিশ বাহিনী। এদিকে এই হামলার পর পুলিশকে দুষে বিস্ফোরক মন্তব্য করেছিলেন কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক। তিনি অভিযোগ করেছিলেন, ‘পুলিশ তৃণমূলের চামচাগিরি করছে।’

নিশীথ অভিযোগ করেন, ‘রাজনৈতিকভাবে লড়াই করতে না পেরেই হিংসার আশ্রয় নিয়েছে তৃণমূল।’ তিনি বলেন, ‘তালিবানি কায়দায় নেতা-মন্ত্রীদের ওপর হামলা চালাচ্ছে তৃণমূল। এদের হামলা থেকে রেহাই পাচ্ছে না আম জনতাও। বাংলায় নেতা-মন্ত্রীরা সুরক্ষিত নন। এটা গণতন্ত্রের পক্ষে দুঃখজনক ঘটনা।’ উল্লেখ্য, বুড়িরহাটের হিংসার ঘটনার পর কোচবিহার জেলার অতিরিক্ত পুলিশ সুপার বলেছিলেন, ‘বিজেপি কর্মীরা এদিন বুড়িরহাটে হামলা চালিয়েছে।’ পুলিশ কর্তার এহেন মন্তব্যের জবাবে কেন্দ্রীয় মন্ত্রী বলেন, ‘উনি একজন দুর্নীতিবাজ পুলিশ অফিসার। তৃণমূলের চামচাগিরি করছেন। তাই ঘটনার তদন্ত না-করেই এধরনের মন্তব্য করেছেন।’

এদিকে হিংসার পর বুড়িরহাটে গিয়েছিলেন উত্তরবঙ্গ উন্নয় মন্ত্রী তথা তৃণমূল নেতা উদয়ন গুহ। সেখানে গিয়ে তিনি নিশীথকে আক্রমণ শানিয়ে ‘গুন্ডা’ বলে আখ্যা দেন। পাশাপাশি হুঁশিয়ারি দেন যাতে কোনও বিজেপি কর্মী তাদের বাড়ি থেকে বের হতে না পারে। উদয়নের এহেন হুমকির পরিপ্রেক্ষিতে নিশীথ বলেন, ‘আজ দেখে নিয়েছে মানুষ। কে বেরিয়েছে। আর কে পালিয়েছে।’ নিশীথের বক্তব্য, ‘এটাই রাজ্য সরকারের আশ্রিত তৃণমূল গুন্ডাদের রোজকার কাজ। মানুষ সব দেখছেন।’ উদয়নকে নিয়ে নিশীথ বলেন, ‘আমি ওঁকে নেতা বলেই মনে করি না। তাই প্রতিক্রিয়া দেওয়ার প্রয়োজন মনে করি না। তবে তৃণমূল নেতৃত্বকে বলব, যতই কর্মীদের উস্কানি দেবেন, আমরা চোখে চোখ রেখে লড়াই করব।’

উল্লেখ্য, শনিবার কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের কনভয় ঘিরে উত্তেজনা ছড়িয়েছে কোচবিহার জেলার দিনহাটার বুড়িরহাটে। যার জেরে তৃণমূল কংগ্রেসের ও বিজেপির দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। চলে বোমাবাজি। ভাঙচুর করা হয় নিশীথ প্রামাণিকের গাড়ি। বিজেপি ও তৃণমূল কংগ্রেসের কর্মীরা রাস্তার দুই পাশে দাঁড়িয়ে থাকেন। এলাকায় মোতায়েন করা হয় বিরাট পুলিশ বাহিনী। এরপর পুলিশ কর্তাদের কাছে গিয়ে এই ঘটনা নিয়ে অভিযোগ জানান নিশীথ। তিনি অভিযোগ করেন, যারা হামলা চালিয়েছিল, তাদেরকেই বাঁচানো হচ্ছে।