CJI: পড়ুয়াদের আত্মহত্যা নিয়ে উদ্বেগ প্রকাশ প্রধান বিচারপতি, দিশাও দেখালেন তিনি

দ্য ন্যাশানাল আকাদেমি অফ লিগাল স্টাডিজ অ্যান্ড রিসার্চের সমাবর্তন অনুষ্ঠান। সেখানে বক্তব্য রাখেন ভারতের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়। সেখানেই শনিবার পড়ুয়াদের আত্মহত্যার ঘটনা নিয়ে অত্য়ন্ত উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, ওদের বাবা মায়েদের কথা ভাবলে বুক উড়ে যায়।

প্রধান বিচারপতি বলেন,  আমাদের প্রতিষ্ঠানগুলো কোন ভুল পথে যাচ্ছে তা ভেবেই অবাক হয়ে যাচ্ছি। পড়ুয়ারা তাদের জীবন দিতে বাধ্য় হচ্ছেন। আইআইটি বোম্বের এক দলিত ছাত্রের আত্মহত্যার কথাও তিনি উল্লেখ করেন। তিনি এই প্রান্তিক সম্প্রদায়ের পড়ুয়াদের মৃত্যু নিয়ে তিনি অত্য়ন্ত উদ্বেগ প্রকাশ করেন। 

প্রধান বিচারপতি বলেন,  সমাজের পরিবর্তনের জন্য় আদালতের ভেতরে  ও আদালতের বাইরে বিচারপতিদের একটা বড় ভূমিকা রয়েছে। সম্প্রতি বোম্বে আইআইটিতে এক দলিত ছাত্রের আত্মহত্য়ার খবর পেলাম। গত বছর ন্যাশানাল ল ইউনিভার্সিটিতে এক আদিবাসী ছাত্রের আত্মহত্য়ার কথা মনে পড়ে গেল। ওদের বাবা মায়েদের কথা ভাবলে খুব কষ্ট লাগে। তার সঙ্গেই মনে হয়, আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো কতটা ভুল পথে পরিচালিত হচ্ছে যে ছাত্রছাত্রীরা তাদের মূল্যবান জীবনকে দিয়ে দিতে বাধ্য হচ্ছেন।

প্রসঙ্গত দর্শন সোলাঙ্কি নামে প্রথম বর্ষের এক  পড়ুয়া গত ১২ ফেব্রুয়ারি বোম্বে আইআইটিতে আত্মহত্যা করেন। বিচারপতি জানিয়েছেন, আমি বিশ্বাস করি যদি আমরা এই সমস্য়াটার সমাধান করতে চাই তবে আমাদের সমস্যাটা চিহ্নিত করে তার সমাধান করতে হবে। 

তিনি বলেন, আমি আইনজীবীদের মানসিক স্বাস্থ্যের উপর জোর দিচছি। তার সঙ্গেই পড়ুয়াদের মানসিক স্বাস্থ্যটাও খুব গুরুত্বপূর্ণ।শুধু পাঠক্রমের মধ্য়ে সহানুভূতির ব্য়াপারটি নয়, যাঁরা পড়াচ্ছেন তাঁদের মধ্যেও সহানুভূতি থাকাটা খুব দরকার। 

অন্যদিকে তিনি বলেন, দেশের প্রধান বিচারপতি হিসাবে শুধু বিচার ব্যবস্থার উপর নয়, সমাজের গঠনগত যে সমস্যা রয়েছে তার উপরও আলো ফেলাটা কর্তব্য়। সেক্ষেত্রে পড়ুয়াদের প্রতি সহমর্মিতা দেখানোর উপর বিশেষভাবে জোর দেন তিনি। শিক্ষা প্রতিষ্ঠান যাতে এগুলো মাথায় রাখে সেব্যাপারেও মতামত দেন তিনি। 

একাধিক ঘটনার কথা তিনি ধরেন। যেখানে প্রতিশ্রুতিবান পডুয়ারা আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন। সমাজের প্রান্তিক অংশ থেকে আসা পড়ুয়াদের এই পরিণতি মানতে পারেননি তিনি।  এনিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি। কেন তাঁরা এইভাবে নিজেদের জীবনকে বিসর্জন দিচ্ছেন সেকথাও তুলে ধরেন তিনি। 

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup