Daughter locked old Mother: সল্টলেকে বৃদ্ধ বাবাকে ঘরে তালাবন্দি করে ভিন রাজ্যে মেয়ে, উদ্ধার করল পুলিশ

অমানবিক ঘটনার সাক্ষী থাকল বিধাননগর। বৃদ্ধা বাবাকে ঘরের ভেতরে তালাবন্ধ করে ভিন রাজ্যে গেল মেয়ে। ঘটনাটি বিধাননগরের বিডি ব্লকের। সেই ঘটনায় ৭২ বছরের ওই বৃদ্ধকে তালা ভেঙে উদ্ধার করল পুলিশ। অভিযোগ, গত দু’সপ্তাহ ধরে ঘরের মধ্যে তালা বন্ধ অবস্থায় ছিলেন ওই বৃদ্ধ। এরফলে তাঁর শারীরিক অবস্থা অবনতি হয়। উদ্ধার করার পরে ওই বৃদ্ধকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে সেখানেই তাঁর চিকিৎসা চলছে।

বিধাননগর উত্তর থানার পুলিশ এবং একটি স্বেচ্ছাসেবী সংস্থার তৎপরতায় ওই বৃদ্ধকে শনিবার ওই বহুতলের দুতলা থেকে উদ্ধার করা হয়। জানা গিয়েছে, দু’সপ্তাহ ধরে ঘরে বন্দি থাকায় অপুষ্টিতে ভুগছিলেন ওই বৃদ্ধ। তাঁকে তড়িঘড়ি উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় পুলিশ। জানা গিয়েছে, আলঝেইমার রোগে ভুগছিলেন ওই মহিলা। তাঁর মেয়ে দিল্লিতে গিয়েছিলেন। প্রতিবেশীকে সেকথা জানিয়েছিলেন তিনি। পরে এক প্রতিবেশী ওই বৃদ্ধার ঘরে তালাবন্ধ অবস্থায় থাকার কথা পুলিশকে জানান। খবর পেয়ে শনিবার সেখানে পুলিশ যায়। এদিকে, ওই বৃদ্ধার মেয়ে প্রতিবেশীকে ঘরের চাবি দিয়ে গিয়েছিলেন। কিন্তু, সেই চাবি দিয়ে কোনওভাবেই ঘরের দরজা খোলা যাচ্ছিল না। তাই শেষমেশ পুলিশ ঘরের দরজা ভেঙে ওই বৃদ্ধাকে উদ্ধার করে নিয়ে যায় বিধাননগর মহকুমা হাসপাতালে।

এই ঘটনার পরেই উত্তর বিধাননগর থানার পুলিশ ওই বাড়ির চাবি নিজেদের কাছে রেখে দিয়েছে। পুলিশ প্রতিবেশীদের ওই বৃদ্ধার পরিবারের সদস্যদের থানায় নিয়ে যেতে বলেছে। পুলিশ জানিয়েছে, তারা ওই মহিলাকেও খুঁজে বের করার চেষ্টা করছে। যদিও ঘটনায় এখনও পর্যন্ত কোনও অভিযোগ দায়ের হয়নি।

প্রসঙ্গত, এমন ঘটনা এর আগেও ঘটেছে। বছর খানেক আগে কলকাতার আনন্দপুরে একই ঘটনা ঘটেছিল। বৃদ্ধা মাকে ঘরের ভিতরে আটকে রেখে ছেলে-পুত্রবধূ বেড়াতে গিয়েছিলেন আন্দামানে ৷ এতদিন ধরে ঘরে বন্দি থাকার পর ওই বৃদ্ধাকে উদ্ধার করেছিল পুলিশ। তখন বেশ অসুস্থ তিনি৷ প্রতিবেশীরা ওই বৃদ্ধাকে খাবার জুগিয়েছিলেন ৷ এই ঘটনায় বিভিন্ন মহলে তীব্র সমালোচনার ঝড় ওঠে। জানা যায়, বছর ৯৬-এর ওই বৃদ্ধার পাঁচ মেয়ে দুই ছেলে। তিনি বড় ছেলের সঙ্গে থাকছিলেন। অভিযোগ, ওই সময়ের মধ্যে মাকে দেখার প্রতিশ্রীতি দিয়ে মায়ের হাতে থাকা যাবতীয় সম্পত্তি লিখিয়ে নিয়েছিল বড় ছেলে। তারপর থেকেই শুরু হয় অবহেলা।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup