East Bengal Coach Stephen Constantine Admits The Team Did Not Deserve To Win Vs ATK Mohun Bagan

কলকাতা: ফের এক কলকাতা ডার্বি (Kolkata Derby), আবারও পরাজয়। টানা আটটি ম্যাচে এটিকে মোহনবাগানের বিরুদ্ধে পরাজিত হল ইস্টবেঙ্গল (East Bengal)। শনিবাসরীয় যুবভারতীতে দিমিত্রি, স্লাভকোর গোলে ইস্টবেঙ্গলকে হারিয়ে টানা অষ্টম ডার্বি জয় সবুজ মেরুনের। ম্যাচে পরাজয়ের পর ইস্টবেঙ্গল কোচ স্টিফেন কনস্ট্যান্টাইন (Stephen Constantine) স্পষ্টই মেনে নিচ্ছেন, তাঁর দল ম্যাচ জেতার মতো খেলতেই পারেনি।

হতাশাজনক পারফরম্যান্স

ম্যাচ শেষে লাল হলুদ কোচ বলেন, ‘আমার মনে হয় না আমরা ম্যাচ জেতার মতো যথেষ্ট সুযোগ তৈরি করতে পেরেছি। জেতার মতো তো খেলতেই পারিনি। এই ম্যাচ থেকে আমরা এক পয়েন্টও পাওয়ার যোগ্য নয়। ঠিকঠাক করে কর্নার ডিফেন্ড করতে পারিনি। ওরা যখন ১-০ এগিয়ে গেল, তারপর তো আমরা ম্যাচে ফেরার চেষ্টা করবই (সেই প্রক্রিয়াই দ্বিতীয় গোলটি হজম করতে হয়)।’

এই পরাজয়ের ফলে ১৯ পয়েন্ট নিয়ে ইস্টবেঙ্গল লিগ তালিকায় ১০ নম্বরে শেষ করেছে। গত বছরে তারা ১১ নম্বরে ছিল। মরসুমে লাল হলুদ ছয়টি ম্যাচ জিতেছে। আইএসএলে এতগুলি ম্যাচ এর আগে কোনও আইএসএল মরসুমে জিততে পারেনি লাল হলুদ। তবে এ মরসুমের মতো ১৩টি ম্যাচও কোনওবার হারতে হয়নি ইস্টবেঙ্গলকে। অবশ্য লাল হলুদ কোচ কনস্ট্যান্টাইনের মতে দল আগের মরসুম থেকে উন্নতি করেছে।

দলের উন্নতি

তিনি বলেন, ‘ভাল পারফর্ম করতে হলে মরসুমের বহু আগে থেকেই প্রস্তুতি শুরু করতে হয়। আমি অক্টোবর থেকে ভারতীয় খেলোয়াড় এবং কিছু বাছাই করা বিদেশি খেলোয়াড়দের এনে অনুশীলন করার চেষ্টা করেছি। আমার জেককে (জার্ভিস) আনতে সক্ষম হয়েছিলাম বটে, তবে বাকি ভারতীয়দের তো আনতেই পারলাম না। আসন্ন মরসুমের জন্য আমাদের দ্রুত পরিকল্পনা সেরে কাজ শুরু করে ফেলতে হবে, নাহলে আবারও বাকি দলগুলি যেসব খেলোয়াড়দের বাতিল করেছে, তাদের মধ্যে থেকেই বাছাই করতে হবে। তবে ইতিবাচক দিক বলতে আমরা গত যে কোনও মরসুমের থেকে বেশি পয়েন্ট পয়েছি, বেশি গোল করেছি এবং লিগের যুগ্ম সর্বোচ্চ গোলদাতাও একজন ইস্টবেঙ্গল ফুটবলার। তাই আমার মতে বিগত দুই মরসুমের থেকে আমরা উন্নতি করেছি।’

ক্লেটন সিলভা লিগের যুগ্ম সর্বোচ্চ গোলদাতা হওয়ার পাশাপাশি লাল হলুদের নাওরেম মহেশ সিং এ বারের লিগের এখনও পর্যন্ত সর্বোচ্চ অ্যাসিস্ট প্রদানকারী ভারতীয় ফুটবলার। কনস্ট্যান্টাইনের মতে নাওরেমের পাশাপাশি মোবাশির রহমান এবং লালচুঙনুঙ্গার মধ্যে ভারতের জাতীয় দলের হয়ে খেলার প্রতিভাও রয়েছে। প্রসঙ্গত, এই ম্যাচের মাধ্যমেই লাল হলুদের এ বারের আইএসএল মরসুম শেষ হল। 

আরও পড়ুন: এক নয় দুই নয় টানা আট ম্যাচ, গত চারবছর ধরে টানা ডার্বির রঙ সবুজ-মেরুনই