Jammu and Kashmir: কাশ্মীরে ফের ‘টার্গেট কিলিং’! হিন্দু ব্যক্তিকে ঘিরে ধরে গুলি চালনা জঙ্গিদের, ঘটনাস্থলে মৃত ১

ফের একবার টার্গেট কিলিংয়ের ঘটনা জম্মু ও কাশ্মীরে। সেখানে এক হিন্দু ব্যক্তিকে ঘিরে ধরে খুব কাছ থেকে গুলি করে পালায় জঙ্গিরা। মুহূর্তে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন ব্যক্তি। পুলওয়ামার এই ঘটনার পর ফের একবার কাশ্মীরে নিরাপত্তায় প্রশাসনিক তৎপরতা নিয়ে নানান প্রশ্ন উঠছে। 

উল্লেখ্য, রবিবার ২৬ ফেব্রুয়ারি ছিল বালাকোট হামলার বর্ষপূর্তি। আর সেই দিনেই কাশ্মীরের বুকে সন্ত্রাসবাদীদের এমন হামলা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গিয়েছে, রবিবার পুলওয়ামার রাস্তায় ওই ব্যক্তিকে ঘিরে ধরে ফেলে সন্ত্রাসবাদীরা। তারপর চালায় গুলি। ৪০ বছর বয়সী মৃত ওই ব্যক্তির নাম সঞ্জয় শর্মা। কাশ্মীরের পুলওয়ামার আচান এলাকার বাসিন্দা সঞ্জয় শর্মা। জানা গিয়েছেস রবিবার বেলা ১১ টা নগাদ এই মর্মান্তিক কাণ্ড ঘটে যায়। টুইটারে কাশ্মীর জোন পুলিশ জানিয়েছে, ‘সংখ্যালঘুদের মধ্যে থেকে একদনকে গুলি করেছে জঙ্গিরা, কাশীনাথ শর্মার সন্তান অচন পুলওয়ামার বাসিন্দাকে মার্কেটে গুলি করা হয়েছে।’ জানা যায়, গুলির জেরে মুহূর্তে মাটিতে লুটিয়ে পড়েন সঞ্জয়। তাঁকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হলেও, তিনি শেষ পর্যন্ত মৃত্যুর সঙ্গে লড়াই করে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এদিকে, জঙ্গিদের পাকড়াও করা যায়নি। ঘটনার পরই তারা এলাকা থেকে পালিয়ে যায়। ( ব্যক্তির কুকুরকে ধর্ষণের ছবি ক্যামেরাবন্দি! অভিযোগ পুলিশি নিষ্ক্রিয়তার)

প্রসঙ্গত, ২০১৯ সালে পাকিস্তানের বালাকোটে ঢুকে ভারত পর পর জঙ্গি শিবির গুঁড়িয়ে দেয়। সেই ঘটনার সত্যতা যদিও স্বীকার করতে চায়নি পাকিস্তান। এদিকে বালাকোটে সার্জিক্যাল স্ট্রাইকের পর কেটে গিয়েছে বেশ খানিকটা বছর। ঝিলাম দিয়ে বয়ে গিয়েছে জল। এদিকে, জম্মু ও কাশ্মীর ঘিরে ২৭০ ধারা তুলে নেওয়া হয়েছে। এরপর বালাকোট হামলার ৪ বছর পর কাশ্মীরে এদিন ঘটে গেল এক নিরস্ত্রর মৃত্যু। সাধারণ মানুষের এমন বহু মৃত্যুর খবর কাশ্মীর থেকে উঠে আসতে শুরু করেছে। বিশেষত হিন্দু সম্প্রদায়ের মানুষকে টার্গেটে রেখে জঙ্গিরা নিশানা তাক করছে বলে খবর।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup