Mid day meal audit: মিড ডে মিলের হিসেব খতিয়ে দেখতে এবার রাজ্যে আসছে কেন্দ্রীয় অডিট দল

মিড ডে মিলের পরিস্থিতি খতিয়ে দেখতে সম্প্রতি রাজ্যে এসেছিল কেন্দ্রীয় প্রতিনিধি দল। আর এবার মিড ডে মিলের খরচ সংক্রান্ত হিসেবে খতিয়ে দেখতে রাজ্যে আসছে কেন্দ্রীয় অডিট দল। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী মার্চ মাসেই রাজ্যে আসতে পারে কেন্দ্রীয় এই অডিট দল। প্রসঙ্গত, মিড ডে মিলের টাকা নিয়ে একাধিকবার দুর্নীতির অভিযোগ তুলেছে বিজেপি। এই পরিস্থিতিতে কেন্দ্র ও রাজ্যে আবারও সংঘাতের পরিস্থিতি তৈরি হতে পারে বলে মনে করছে বিশেষজ্ঞ মহল।

এর আগে গত জানুয়ারি মাসে রাজ্যে এসেছিল কেন্দ্রীয় প্রতিনিধি দল। সেই সময় তারা অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে রান্নাঘরের পরিবেশ, খাবারের মান প্রভৃতি খতিয়ে দেখেন। পাশাপাশি মিড ডে মিলের অবস্থা খতিয়ে দেখে দিল্লিতে চলে যান। তার আগে রাজ্যের তরফে মিড ডে মিলের পরিস্থিতি খতিয়ে দেখা হয়েছিল। তবে কেন্দ্রীয় প্রতিনিধি দল মিড ডে মিলের পরিস্থিতি খতিয়ে দেখার পর খুব বেশি অসন্তোষ প্রকাশ করেনি। তারপর রাজ্যের শিক্ষা দফতরের ধারণা ছিল হয়তো এ নিয়ে আর কোনও কেন্দ্রীয় প্রতিনিধি দল আসবে না। কিন্তু, সম্প্রতি শিক্ষা দফতর জানতে পেরেছে মার্চ মাসেই মিড ডে মিলের হিসেব সংক্রান্ত যাবতীয় তথ্য খতিয়ে দেখার জন্য কেন্দ্রীয় অডিট দল আসছে। যদিও কবে আসবে সে বিষয়ে এখনও দিনক্ষণ ঠিক হয়নি। তবে মার্চের দিকে যে তারা রাজ্যে আসছেন সে বিষয়ে নিশ্চিত রাজ্যের শিক্ষা দফতর।

প্রসঙ্গত, এর আগে মিড ডে মিল প্রকল্পের খরচ, হিসেবপত্র ইত্যাদি বিষয়ে কেন্দ্রীয় প্রতিনিধি দলকে জানিয়েছিল রাজ্য। কিন্তু, এবার কেন্দ্রীয় অডিট দলকে বিস্তারিত ভাবে জানাতে হবে। গত জানুয়ারি মাসে প্রতিটি জেলায় বাছাই করা স্কুল পরিদর্শন করেছিল কেন্দ্রীয় প্রতিনিধি দল। সেই সময় শিক্ষা দফতরকে বেশ কিছু শর্তপূরণ করতে বলা হয়েছিল। সেই শর্তে পূরণ করা হয়েছে। তাহলে আবার কেন কেন্দ্রীয় প্রতিনিধি পাঠানো হচ্ছে? তাই নিয়ে প্রশ্ন তুলেছে শিক্ষা দফতর। প্রসঙ্গত, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী একাধিকবার মিড ডে মিলের টাকা নয়ছয় করার অভিযোগ তুলেছেন। এছাড়াও কেন্দ্রের দেওয়া মিড-ডে মিলের ফান্ড থেকে বগটুই হত্যাকাণ্ডে নিহতদের পরিবারকে রাজ্য আর্থিক সাহায্য দিয়েছে বলে অভিযোগ তুলেছিলেন বিজেপির বীরভূম সাংগঠনিক জেলার সভাপতি ধ্রুব সাহা। তাই কেন্দ্রীয় দল পাঠানো নিয়ে জল্পনা শুরু হয়েছে। যদিও এখনও পর্যন্ত কেন্দ্রীয় প্রতিনিধি দল আসা নিয়ে জেলার স্কুলগুলিকে কোনও নির্দেশ পাঠানো হয়নি। তবে সমস্ত নথিপত্র হাতে রাখতে বলা হয়েছে।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup