Mihir Goswami: বিজেপি বিধায়কের ‘এমএলএ’ কাপ ভন্ডুলের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

নাটাবাড়ির বিজেপি বিধায়ক মিহির গোস্বামী উদ্যোগে ‘এমএলএ’ কাপ ভলিবল প্রতিযোগিতা ভন্ডুলের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। যদিও তৃণমূলের দাবি, তারা খেলা ভন্ডুল করেনি। শনিবার রাতে তাদের দলীয় কার্যলয়ে ফ্ল্যাগ ছিঁড়ে দিয়েছে বিজেপি। তারই প্রতিবাদ জানাতে বিক্ষোভ মিছিল বের করা হয়। সেই সময় বিধায়ক চলে আসায় তাঁকে ঘিরে বিক্ষোভ দেখানো হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে কোচবিহারের তুফানগঞ্জের দেওচড়াই এলাকায়।

রবিবার দেওচড়াইয়ে দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে তৃণমূল। সেই সময় ‘এমএলএ’ কাপ উদ্বোধনে আসছিলেন বিধায়ক মিহির গোস্বামী। তাঁকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন তৃণমূল কর্মীরা। বিজেপি বিধায়কের অভিযোগ, খেলা ভন্ডুল করতেই এই কাজ করেছে শাসকদল।

মিহির গোস্বামীর দাবি, ‘তৃণমূল নিজেরাই ফস্টুন ছিঁড়ে ঝামেলা পাকানোর চেষ্টা করছে। শনিবার রাত তিনটে পর্যন্ত এই এলাকায় পুলিশ ছিল। চারটে নাগাদ ওসি এসেছিলেন। তা হলে আমাদের কর্মীরা ফেস্টুন ছিঁড়ল কখন।’ বিধায়ক আরও বলেন,’১৬টা অঞ্চল থেকে খেলোয়াড়রা আসবেন। তাঁরা যাতে আসতে ভয় পান তাই তৃণমূল এই কাজ করেছে। ওদের উদ্দেশ হল খেলা ভন্ডুল করা। ওখানে জাতীয় পতাকা তোলা হয়েছে, বিজেপির পতাকা তোলা হয়নি। ‘

তৃণমূল অবশ্য এই অভিযোগ মানতে নারাজ। তাদের দাবি, রাতের অন্ধকারে বিজেপি পাতাকা ছিঁড়েছে। দলের পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।