Pet care menstruation in dogs: প্রজননের সময় কীভাবে খেয়াল রাখবেন পোষ্যের? কী বলছেন বিশেষজ্ঞরা? রইল হদিশ

মানুষের মতোই পোষ্যেরও একটি নির্দিষ্ট মাসিকের চক্র থাকে। সেই চক্রে তারা যৌনমিলনের জন্য উদগ্রীব হয়ে ওঠে। সেই সময় পুরুষ‌ সঙ্গী খোঁজারও চেষ্টা করে পোষ্য। পোষ্যের প্রজননের সময় এলে কীভাবে ওর খেয়াল রাখবেন? জেনে নিন বিশদে।

আরও পড়ুন: পোষ্য রাখবেন ভাবছেন? তার আগে ঘরের চেহারা বদলে নিন, মাথায় রাখুন কিছু টিপস

অনেকেই মনে করেন মানুষের মতো মেয়ে কুকুরের প্রতি মাসে প্রজননের সময় আসে। আদতে এটি কিন্তু ভুল ধারণা‌।‌ জাস্টডগসের প্রতিষ্ঠাতা পূ‌রবী অ্যান্থনি জানাচ্ছেন, কুকুরের মাসিকের চক্র মানুষের থেকে অনেকটাই আলাদা। সাধারণত বছরে এক থেকে দুইবার প্রজননে উৎসাহ পায় মেয়ে কুকুর। অর্থাৎ ৬ মাস বা ৭ মাস অন্তর এই মাসিকচক্র আসে। আর সেই সময় পোষ্যের গর্ভবতী হওয়ার সম্ভাবনা দেখা দেয়।

পোষ্যের মাসিক চক্র কতদিন অন্তর?

সাধারণত ৬ বা ৭ মাস মাসিক হয় মেয়ে কুকুরদের। প্রথম ঋতুস্রাব হয় ছয় মাস বয়সে। কম বয়সে মাসিক একটু অনিয়মিত থাকতে পারে। সেই সময় ১৮ থেকে ২৪ মাসের গরমিলও দেখা দিতে পারে।

আরও পড়ুন: শীতে ঝিমিয়ে রয়েছে পোষ্য? জেনে নিন কীভাবে ক্লান্তি কমিয়ে চাঙ্গা রাখবেন ওকে

কীভাবে বুঝবেন পোষ্যের প্রজননক্ষমতার সময় হয়েছে?

পূরবী বলেন, প্রজননের সময় হলে বেশ কয়েকটি লক্ষণ দেখা যাবে পোষ্যের শরীরে। প্রধান লক্ষণ হল এই সময় পোষ্যের রক্তক্ষরণ হতে দেখা যায়। এছাড়াও যোনি অংশটি ফুলে যায়। প্রিয় পোষ্যের আচরণেও কয়েকটি পরিবর্তন লক্ষ করা যায়। দেখবেন, সে আগের থেকে অনেকটাই অস্থির হয়ে পড়েছে। মাঝে মাঝেই রেগে যাচ্ছে। আবার কখনও কখনও উসখুশ করছে কিছু পাওয়ার জন্য। আর কী লক্ষণ দেখা দিতে পারে? পূরবী বলেন, এই সময় মোলায়েম কাপড়ের মধ্যে থাকার চেষ্টা করে পোষ্য। কুশন বা নরম কোনও জিনিস বা কাপড়ে নিজেকে মুড়িয়ে রাখতে চায়। তার উপরে বসে থাকতে চায়। এছাড়াও ছেলে কুকুরকে দেখলে অস্থির হয়ে পড়ে। তাদের কাছে যাওয়ার চেষ্টা করে। পাশাপাশি ছেলে কুকুরদের কাছে থাকলে লেজ নাড়িয়ে জানান দেওয়ার চেষ্টা করে। লেজ তুলে রাখে।

কীভাবে যত্ন নেবেন পোষ্যের?

  • বাড়িতে নতুন অতিথি আনতে না চাইলে বাইরে বেরোনোর সময় সতর্ক থাকুন। কোনও ছেলে কুকুর যাতে কাছে না আসে। তেমন হলে বাইরে বেরোবেন না।
  • যতটা সম্ভব যত্ন নেওয়ার চেষ্টা করুন। কাছে টেনে জড়িয়ে ধরুন মাঝে মাঝে। ভালোবাসায় যেন খামতি না হয়।
  • সময়ে সময়ে খাবার ও অন্যান্য জিনিস দিন। একাকীত্বে যেন না ভোগে, সেদিকে খেয়াল রাখতে হবে।
  • কোনও সমস্যা হলে ওর চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন। বিস্তারিত সমস্যা জানিয়ে সমাধান চান।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup