Shardul Thakur Wedding Shreyas Iyer Friends Seen Dancing Singing Kesariya Song Video Going Viral

মুম্বই: সম্প্রতিই ভারতের দুই তারকা ক্রিকেটার অক্ষর পটেল ও কেএল রাহুল বিয়ের পিঁড়িতে বসেছেন। ভারতীয় ক্রিকেটে বিয়ের মরসুম অব্যাহত। এবার সাত পাকে বাঁধা পড়তে চলেছেন আরও এক তারকা ভারতীয় ক্রিকেটার শার্দুল ঠাকুর (Shardul Thakur)। খবর অনুযায়ী ২৭ ফেব্রুয়ারিই মিতালি পারুলকরের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছেন শার্দুল।

শার্দুল, শ্রেয়সের গান

তার আগেই সম্প্রতি এক ভিডিও ভাইরাল হয়েছে। সেই ভিডিওতে শার্দুলকে এক সঙ্গীতমুখর সন্ধেতে বেশ খোশমেজাজে গান গাইতে দেখা যায়। শার্দুল একা নন, তাঁকে সঙ্গ দিতে দেখা যায় আরও এক তারকা ক্রিকেটার শ্রেয়স আইয়ারকেও (Shreyas Iyer)। সম্ভবত বিয়ের আগেরই কোনও এক অনুষ্ঠানেই খোশমেজাজে সঙ্গীতমুখর সন্ধে উপভোগ করেছিলেন তারকারা। ভিডিওতে শার্দুলের হবু স্ত্রী মিতালিকেও দেখা যায়। এছাড়া কলকাতা নাইট রাইডার্সের সহকারী কোচ তথা মুম্বইয়ের প্রাক্তন ক্রিকেটার অভিষেক নায়ারকেও দেখা গিয়েছে। উপস্থিত ছিলেন মুম্বইজাত আরেক ক্রিকেটার সিদ্ধেশ লাডও।

 


ক্ষুব্ধ সারা 

তাঁর সঙ্গিনী অন্তঃসত্ত্বা। আর সেই ছবি নিজেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানিয়েছিলেন ইংল্যান্ডের প্রাক্তন উইকেটরক্ষক ব্যাটার সারা টেলর (Sarah Taylor)। আর সেই ছবি নিয়ে উঠেছে বিতর্কের ঝড়। যা নিয়ে ক্ষুব্ধ প্রাক্তন ইংরেজ তারকা। সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিলেন। সম্প্রতি তাঁর সঙ্গিনীর অন্তঃসত্ত্বা হওয়ার খবর প্রকাশ্যে এনে সকলকে চমকে দিয়েছেন সারা। মহিলা ক্রিকেটে অন্যতম সেরা এই ক্রিকেটার নিজেকে সমকামী বলায় চমকে উঠেছেন তাঁর ভক্তরা।

সম্প্রতি ইনস্টাগ্রামে সারা তাঁর সঙ্গিনী ডায়ানা মেইনের অন্তঃসত্ত্বার খবর পোস্ট করে জানান। একটি ছবি পোস্ট করে তিনি লেখেন, ‘এই পথটা খুব সহজ ছিল না। সঙ্গিনীর পাশে থাকতে পেরে আমি খুব খুশি।’ সারা যে সমকামী তা জানতেন না তাঁর ভক্তরা। ঘটনা প্রকাশ্যে আসার পরেই চমকে ওঠেন সকলে। কটাক্ষের মুখে পড়তে হয় এই প্রাক্তন তারকা ক্রিকেটারকে। তারপরেই সমালোচকদের এক হাত নিয়ে কড়া জবাব দেন তিনি।

সমালোচকদের উদ্দেশে টেলর বলেছেন, ‘হ্যাঁ আমি সমকামী। সেটা বহুদিন ধরেই। তবে জানতাম না যে, সবাইকে এত প্রশ্নের উত্তর দিতে হবে। আমি আমার সঙ্গিনীর সঙ্গে সুখে আছি এবং ভালোবাসা উপভোগ করছি।’ তিনি আরও বলেন, ‘সব পরিবারই আলাদা চিন্তাভাবনা পোষণ করে। আমি আলাদা চিন্তাভাবনা নিয়ে বড় হয়েছি। যে জিনিসটা তোমাকে ভালো থাকার জন্য সাহায্য করে সেটাই করা উচিত বলে আমি মনে করি।’

আরও পড়ুন: তিন ম্যাচে দুই হ্যাটট্রিক, সৌদির লিগে আগুন ঝরাচ্ছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো