ছাত্রলীগ পরিচয়ে কর্মচারীকে মারধর, প্রতিবাদে দোকান বন্ধ রেখে বিক্ষোভ

ময়মনসিংহে ছাত্রলীগ নেতা পরিচয়ে দোকানে হামলা চালিয়ে কর্মচারীকে মারধরের প্রতিবাদে দোকানপাট বন্ধ রেখে বিক্ষোভসহ সমাবেশ করেছেন নগরীর সি কে ঘোষ রোড ও রামবাবু রোড দোকান মালিক সমিতি ও দোকান কর্মচারী ইউনিয়ন।

সোমবার (২৭ ফেব্রুয়ারি) সকালে ময়মনসিংহ প্রেসক্লাবের সামনে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে হামলাকারীদের অবিলম্বে গ্রেফতার ও সুষ্ঠু বিচারের দাবিতে ৭২ ঘণ্টার আলটিমেটাম দেওয়া হয়। পরে অবশ্য থানায় মামলা গ্রহণ ও তদন্তপূর্বক বিচারের আশ্বাস দিলে দুপুরের দিকে খুলে দেওয়া হয় দোকানপাট। বিষয়টি আপস মীমাংসার জন্য ছাত্রলীগের স্থানীয় নেতৃবৃন্দ দোকান কর্মচারী ও মালিকদের চাপ দিচ্ছে বলে অভিযোগ উঠেছে। ছাত্রলীগ নেতৃবৃন্দের চাপে সকালে আলটিমেটাম দিয়ে দুপুরে দোকান খুলে দিতে বাধ্য হয়েছেন দোকান মালিক ও কর্মচারীরা।

সমাবেশে অভিযোগ করে বলা হয়, রবিবার রাতে ছাত্রলীগের নেতা পরিচয়ে নাহিদ হাসান রাকিবসহ ৫/৭ যুবক সি কে ঘোষ রোডের দয়াল রেডিও সার্ভিস নামে দোকান থেকে সাউন্ড বক্স কেনার সময় মূল্য নিয়ে কর্মচারীদের সঙ্গে বাগবিতণ্ডায় জড়ান। এক পর্যায়ে হামলা চালিয়ে মারধর করা হয় কর্মচারী বাদলকে।

দোকান কর্মচারীরা জানান, নির্ধারিত মূল্যের চেয়ে দাম কম না রাখায় বাগবিতণ্ডার সূত্রপাত। পরে সি কে ঘোষ রোডের দোকান কর্মচারী ইউনিয়নের সভাপতি ও দয়াল রেডিও সার্ভিসের দোকান কর্মচারী বাদলকে কিল ও ঘুসিসহ মারধর করে চলে যান ছাত্রলীগ নেতা ও তার সহযোগীরা।

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার পুলিশ পরিদর্শক তদন্ত ফারুক হোসেন জানান, হামলা ও দোকান কর্মচারীকে মারধরের ঘটনায় অভিযোগ করা হয়েছে। তদন্তপূর্বক আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।