Apple supplier halts production in India: তৈরি করত iPhone-র চার্জারের কেবল, ভারতে কাজ থামাল Apple-র সাপ্লায়ার- রিপোর্ট – Apple supplier Foxlink halts production in Andhra Pradesh which makes iPhone charge cable

অন্ধ্রপ্রদেশের উৎপাদন সাময়িকভাবে বন্ধ করে দিল অ্যাপেলের সাপ্লায়ার ফক্সলিঙ্ক। এমনই জানানো হয়েছে সংবাদসংস্থা রয়টার্সের প্রতিবেদনে। ওই প্রতিবেদন অনুযায়ী, দু’জন সরকারি আধিকারিক জানিয়েছেন যে সোমবার বড়সড় অগ্নিকাণ্ডের জেরে কারখানা ভেঙে পড়ে। তারপরেই সেই সিদ্ধান্ত নিয়েছে ফক্সলিঙ্ক। উল্লেখ্য, তাইওয়ানের চেং উই প্রেসিশন ইন্ডাস্ট্রি কোম্পানি লিমিটেডের সংস্থা ফক্সলিঙ্ক আইফোনের চার্জার তৈরি করে থাকে। যা ২০১০ সালে অন্ধ্রপ্রদেশে কারখানা তৈরি করেছিল।

রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, দক্ষিণ ভারতের রাজ্যের তিরুপতির দমকল বাহিনীর প্রধান জে রামানাইয়া জানিয়েছেন যে সোমবার বিকেলে ওই কারখানায় আগুন ধরে যায়। তার জেরে কারখানার যন্ত্রপাতির ৫০ শতাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। ব্যবসার উপর সেই অগ্নিকাণ্ডের প্রভাব কতটা পড়েছে, তা এখনও স্পষ্ট নয়। কী কারণে আগুন লেগেছিল, সেটাও এখনও স্পষ্টভাবে জানা যায়নি। বিষয়টি নিয়ে প্রাথমিকভাবে অ্যাপেলের তরফে কোনও মন্তব্য করা হয়নি। ফক্সলিঙ্কের এক আধিকারিকও ফোন ধরেননি বলে রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে।

আরও পড়ুন: Tim Cook Salary: ‘বড্ড বেশি পাই,’ নিজের বেতন অর্ধেক কমিয়ে দিলেন Apple-এর CEO

ওই সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, আগুন নিয়ন্ত্রণে এসে গিয়েছে। কোনও হতাহতের খবর মেলেনি। তিরুপতির দমকল বাহিনীর প্রধান ওই কারখানায় আগুন লাগার ছবি এবং পুড়ে যাওয়া যন্ত্রপাতির ছবিও দেখিয়েছেন বলে রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, তিরুপতির দমকল বাহিনীর প্রধান বলেছেন যে ‘ম্যানেজমেন্টের তরফে জানানো হয়েছে যে ওই ঘটনায় ১ বিলিয়ন টাকা (১০০ কোটি টাকা) লোকসান হয়েছে।’

আৎও পড়ুন: সেকেন্ডে প্রায় ১.৫ লক্ষ টাকা আয় করে Apple! পিছিয়ে নেই Google, Microsoft-ও

উল্লেখ্য, ২০১৭ সাল থেকে ভারতে আইফোন সংযুক্ত করার কাজ ভারতে শুরু করেছে আমেরিকার ক্যালিফোর্নিয়ার সংস্থা অ্যাপল। প্রাথমিকভাবে উইস্ট্রোনের মাধ্যমে সেই কাজটা করা হত। পরবর্তী সময় ফক্সকনের মাধ্যমে সেই কাজটা করা হয়। ভারত সরকার যে স্থানীয়ভাবে উৎপাদনের যে জোর দিয়েছে ভারত সরকার, সেই নীতির সঙ্গে সামঞ্জস্য রেখেই ভারতে আইফোনের বিভিন্ন সামগ্রী সংযুক্ত করছে অ্যাপল। সেজন্য ভারতে একাধিক সাপ্লায়ার্সও আছে। সেগুলির মধ্যে অন্যতম হল ফক্সলিঙ্ক।

(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)